গাউসিয়া কমিটি রাউজান উপজেলা উত্তর শাখার সমাবেশ-র‌্যালী

রাউজান প্রতিনিধি

পবিত্র মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা উত্তর শাখার ব্যবস্থাপনায় বিশাল স্বাগত মােটর র‌্যালী।

গত ৮ অক্টোবর (শুক্রবার) সকালে রাউজানের প্রবেশদ্বার হালদা সেতু থেকে শুরু করে রাউজান রাবার বাগান প্রদক্ষিণ করে। শেষে জলিল নগর বাসস্ট্যান্ড চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। র‌্যালী বাস্তবায়ন কমিটির সচিব মুহাম্মদ সৈয়াদ মিয়ার পরিচালনায় র‌্যালী বাস্তবায়ন কমিটির সভাপতি আলহাজ এস.এম আসাদ উল্লাহ সভাপতিত্বে উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার। মােনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ হাফেজ আবু জাফর ছিদ্দিকী।

এতে আরও অতিথি ছিলেন রাউজান সদর ইউনিয়ন চেয়ারম্যান বি এম জসিম উদীন (হিরু), সভাপতি অধ্যক্ষ আল্লামা ইলিয়াস নুরী সাধারণ সুম্পাদক এস. এম ইয়াসিন হােসাইন হায়দরী, সৈয়দ হােসেন কোম্পানি, গাজী লােকমান হাকিম, আল্লামা আবদুল খালেক আল কাদেরী, আহসান হাবিব চৌধুরী হাসান, আলহাজ নুরুল আমিন সওদাগর, মাওলানা ইদ্রিস আনচারী, সিরাজুল ইসলাম চিশতি, মাওলানা ফখরুউদ্দিন মােজাম্মেল, আলহাজ্ব নুরুল আমিন, মাওলানা এম.এ মতিন, হাফেজ নােমান, নেজাম তৈয়বী, রফিকুল ইসলাম রেজভী, ওমর ফারুক, মােরশেদ আলম, মাওলানা সিরাজুল ইসলাম ছিদ্দিকী, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা সৈকত হােসেন, হাফেজ ফরিদ, সানশুল আলম, হাজি শফি, এস,এম নিজাম উদ্দিন, আরিফ খন্দকার, মাওলানা খােরশেদ আলম, শাহেদ উল্লাহ জনি, জয়নুল আবেদীন, আবু তাহের, নাঈমু উদ্দীন খােকন, মাওলানা আব্দুস সালাম, আবদুল আউয়াল সুজন, তসলিম উদ্দিন বাদশা, জাহাঙ্গীর আলম মুন্সি মাস্টার রফিকুল আলম, সাজ্জাদ হােসেন, মাওলানা ফোরকান, আবদুল্লা মেম্বার, মােঃ আলী, অহিদুল ইসলাম বাদশা মেম্বার, শাহেদ প্রমুখ।

Related Articles

Back to top button