গাউসিয়া কমিটি চট্টগ্রাম মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিনিধি

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের একমাত্র অঙ্গসংগঠন এবং দেশের সর্ববৃহৎ তরিকত ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ’র মহানগর গঠনকল্পে গত ৭ মার্চ আলমগীর খানকা শরীফে কেন্দ্রীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গাউসিয়া কমিটির কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মাদ কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় ইতিপূর্বে গঠিত চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটিকে সর্বসম্মতি সিদ্ধান্তক্রমে বিলুপ্ত করে নতুন আংশিক কমিটি ঘোষনা করা হয়। কেন্দ্রীয় চেয়ারম্যান পেয়ার মুহাম্মাদ কমিশনার ও মহাসচিব শাহজাদ ইবনে দিদার’র সাক্ষরিত কমিটিতে আলহাজ্ব মাহবুবুল আলমকে সভাপতি, মীর মুহাম্মাদ সেকান্দর মিয়াকে সিনিয়র সহ-সভাপতি, তছকির আহমদকে সহ-সভাপতি, মাওলানা আব্দুল্লাহকে সাধারণ সম্পাদক, মুহাম্মাদ মনির উদ্দিন সোহেলকে যুগ্ম-সম্পাদক, মাওলানা ইলিয়াস আল কাদেরীকে সাংগঠনিক ও মুহাম্মাদ মনোয়ার মুন্নাকে অর্থ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করা হয়।