গাউসিয়া কমিটি মহানগরের মতবিনিময় সভা

প্রেস বিজ্ঞপ্তি

আসন্ন মাহে রমজানুল মােবারকের কর্মসূচি নির্ধারণ করতে গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার মতবিনিময় সভা গত ১৩ মার্চ বাদ মাগরিব আলমগীর খানকা শরীফে অনুষ্ঠিত হয়েছে।

মহানগর শাখার আওতাধীন থানা সমূহের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের উপস্থিতিতে এতে সভাপতিত্ব করেন মহানগর
সভাপতি মােহাম্মদ মাহাবুবুল আলম। সাধারণ সম্পাদক আল্লামা মুহাম্মদ আবদুল্লাহ’র সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মীর মােহাম্মদ সেকান্দর মিয়া, তছকির আহমদ, মােহাম্মদ মনির উদ্দীন সােহেল, মােহাম্মদ ইলিয়াস আলকাদেরী, মনােয়ার হােসেন মুন্না, খায়র মােহাম্মদ, কাজী বাহাউদ্দীন ফারুক, হাজী আবু তাহের, ডা. আজিজ আহমেদ, মােহাম্মদ রাশেদুল মােমিন, আবুল কালাম আজাদ, মােহাম্মদ ইলিয়াস মুন্সী, নুর মােহাম্মদ কাদেরী, মােহাম্মদ মােরশেদ আলম, মােহাম্মদ হাসান, মােহাম্মদ ইউসুফ মিয়া, মােহাম্মদ সালামত উল্লাহ, মােহাম্মদ আবদুল আলম আবদুল্লাহ, মােহাম্মদ নুরুল আখতার, মােহাম্মদ আইয়ুব আলী, মােহাম্মদ সেকান্দর মিয়া, মােহাম্মদ দস্তগীর আলম, মােহাম্মদ জামাল হােসেন, মােহাম্মদ আবুল বশর, মােহাম্মদ নঈম উদ্দীন, মােহাম্মদ আইয়ুব, মােহাম্মদ মােসলেম উদ্দীন, মােহাম্মদ হাবিবুর রহমান সর্দার, মুহাম্মদ সালামত আলী, এম, এ.নেওয়াজ, মােহাম্মদ জোবায়েদ উদ্দীন, মােহাম্মদ সাবের, মােহাম্মদ সিদ্দিকুল ইসলাম, মােহাম্মদ আরিফ খতিবী, মােহাম্মদ জানে আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় সর্ব সম্মতিক্রমে থানা কমিটির মাধ্যমে মাহে রমজানুল মােবারকের তােহফা বিতরণ, ২৮ শাবা স্বাগত র‌্যালি আনজুমান পরিচালিত প্রতিষ্ঠানের মিসকিন ফান্ডের জন্য যাকাত-ফিতরা সংগ্রহ, ইফতার মাহফিল ও দাওয়াতে খায়র মাহফিল আয়ােজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরে বিশেষ মােনাজাত পরিচালনা করা হয়।

Related Articles

Back to top button
close