সীতাকুন্ডে গাউসিয়া কমিটির বর্ণাঢ্য স্বাগত র্যালী
সীতাকুণ্ড প্রতিনিধি

পবিত্র রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে চট্টগ্রামের সীতাকুন্ডে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল ৪ টায় গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুন্ড উপজেলা শাখা উক্ত র্যালীর আয়োজন করে। পৌর সভার গেইট হতে র্যালিটি আরম্ভ হয়ে ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে। র্যালীতে হাজারো ধর্মপ্রাণ মানুষ অংশ গ্রহণ করেন।
র্যালীতে যানবাহনযোগে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ধর্ম প্রাণ মুসল্লী অংশ নিয়ে মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানান এবং আগামী ১২ রবিউল আওয়াল চট্টগ্রামের জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী সফল করার লক্ষ্যে সবাইকে জুলুসে অংশ নেওয়ার আহবান জানান। র্যালী শেষে পৌর সদরস্থ মাইক্রো স্ট্যান্ডে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি সীতাকুন্ড উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ আলী সিদ্দিকী, মোবারক হোসেন, মাওলানা মুজিব উদ্দীন, মাওলানা খুরশিদুল আলম, কামাল উদ্দীন, মাওলানা আতিকুল্লাহ, মাওলানা আশরাফ হোসাইন, মাওলনা আবূ কায়সার, মাওলানা নুরুল আলম, মুহাম্মদ আলাউদ্দীন, মুজিব উদ্দীন চৌধুরীসহ গাউসিয়া কমিটির বিভিন্ন ইউনিয়নের কর্মকর্তাগন।
এছাড়াও এতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনা ও আহলে সুন্নাতের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ ছিলেন।