ইসরায়েলে প্রথম আরব দেশ আমিরাতের দূতাবাস
আন্তর্জাতিক ডেস্ক

প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলে দূতাবাস খুলেছে সংযুক্ত আরব আমিরাত। আজ বুধবার (১৪ জুলাই) ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ ও ইসরায়েলে আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ খাজা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
তেলআবিবের স্টক এক্সচেঞ্জ ভবনে এই দূতাবাসের অবস্থান। এর আগে গত মাসে সংযুক্ত আরব আমিরাতে দূতাবাস স্থাপন করে ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্স ও হারিৎস এমন খবর দিয়েছে।
এতে দু’দেশের বাণিজ্য ও বিনিয়োগ সুবিধার প্রতি জোর দেওয়া হয়েছে। গত বছর দখলদার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ‘আব্রাহাম চুক্তি’র অধীন তাদের সম্পর্ক স্বাভাবিকীকরণ হয়েছে। এরপর সুদান ও মরোক্কোও স্বীকৃতি দিয়েছে ইসরায়েলকে।
মোহাম্মদ খাজা বলেন, সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর এই প্রথম আমাদের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সুবিধা নিয়ে আলোচনা হতে দেখেছি। এর আগে ভবনের বাইরে আমিরাতের পতাকা উত্তোলন করেন তিনি। এ সময়ে আইজ্যাক হারজগ তার পাশেই ছিলেন।