আন্তর্জাতিক

সাম্য-সুন্দর সমাজ প্রতিষ্ঠায় রাসুল (দ.)’র প্রেমে উজ্জীবিত হয়ে জীবন গড়ার আহবান

কায়েছ উদ্দিন, নিজস্ব প্রতিবেদক

গত (১৪ অক্টোবর) সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন কাতার শাহানিয়া শাখা আয়োজিত উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বমানবতার মুক্তির দিশারী রহমাতুল্লিল আলামীন হিসেবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’র এ ধরাতে শুভাগমনের মহান নিদর্শন পবিত্র মাহে রবিউল আউয়াল। সর্বকালের সর্বোত্তম আদর্শের মূর্ত প্রতীক আল্লাহর প্রিয় হাবীব (দ.) ৬৩ বছরের হায়াতে জিন্দেগীতে আরবের মরু প্রান্তরে সকল বাতুলতা-বর্বরতার বিরুদ্ধে শান্তি ও সাম্যের যে ‘মদীনা রাষ্ট্র’ প্রতিষ্ঠা করেন তা-ই আজ পর্যন্ত বিশ্ববাসীর জন্যে কল্যাণ রাষ্ট্রের অনন্য মডেল। বক্তারা বর্তমানে প্রচলিত অন্যায়-অমানবিকতার বিরুদ্ধে সাম্য-সুন্দর সমাজ প্রতিষ্ঠায় প্রিয় রাসুল (দ.)’র প্রেমে উজ্জীবিত হয়ে জীবন গড়ার আহবান জানান। 

 

শাহানিয়া শাখার অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি জনাব মুহাম্মদ খোরশেদ ইসহাক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশন কাতার কেন্দ্রীয় পরিষদের সভাপতি জনাব মুহাম্মদ এরশাদুল আলম।

 

 

এতে বিশেষ অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি বাংলাদেশ শাহানিয়া শাখার সভাপতি জনাব মুহাম্মদ আবু তালেব চৌধুরী , গাউসিয়া হক কমিটি শাহানিয়া শাখা সহ-সভাপতি মুহাম্মদ নুরুচ্ছফা , সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা জনাব নাজিমুল আলম পারভেজ, সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ ওসমান গণি আশরাফী, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম খলিল,সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, মাইজার শাখার ভারপ্রাপ্ত সভাপতি মুহাম্মদ তারেক, সাধারণ সম্পাদক সম্পাদক মুহাম্মদ হুমায়ুন আজাদ, লোকমান, ফোরকান, জসিম প্রমুখ।

 

শাহানিয়া শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ গিয়াসউদ্দিন। তিনি বলেন, বাংলাদেশে ইসলাম প্রচার ও প্রসারে মাইজভান্ডার দরবারের ভূমিকা অনন্য। যুগ যুগ ধরে হক্কানি ওলীগণ গোমরাহি থেকে মানুষকে নাজাতের পথে আহবান করেছেন। গাউসুল আজম সৈয়দ গোলামুর রহমান বাবাভান্ডারী ও বিশ্বওলী সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারির পবিত্র ওরশে দরবারের অবদান ও সাধারণ মানুষের কল্যাণে জিয়াউল হক ট্রাষ্টের মানবিক সহযোগিতার কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুহাম্মদ শফিকুর রহমান রুহি, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইসহাক কাদেরী, করিমুল্লাহ, নেজামউদ্দীন, দ্বীন মুহাম্মদ, আজাদসহ শাহানিয়া শাখা কর্মকর্তাবৃন্দ।