অলি’র বাজার মাইজভান্ডার

এম সাইফুল ইসলাম নেজামী

সারা আলমে চলে
গাউসুল আজম মাইজভান্ডারির শান
সোনার বাংলার খাঁটি সোনা
দয়াল প্রভুর মহান দান।

ডাক্তারেরি ডাক্তার তিনি
অলি’র বাজার মাইজভান্ডার
চিনলে মিলে হেরার জ্যোতি
না চিনলে অন্ধকার।

আশেক ভক্তের প্রাণতুল
গাউসুল আজম মাইজভান্ডারি
ঈমান-ইসলাম সালমতে
খোদায়ী প্রেমের কান্ডারী।

অমানিশা দূরে, তাঁর এক নজরে
আলোর রাজ্যে বাস
তাঁর কদমে পাপী রাখে
জান্নাত পাওয়ার আশ।

উন্মুক্ত তাঁর দয়ার দ্বার
দ্বীন-দুনিয়ার আসল সার
জিকির মুখে আল্লাহু আল্লাহ
১০ই মাঘে বসে মিলনমেলা।

লেখক, প্রাবন্ধিক ও সুবক্তা

Related Articles

Back to top button
close