গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নিশ্চিত করার অনুরোধ

করোনা মহামারীতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন বিপর্যস্ত, অর্থনৈতিক সংকটে অনেক শিক্ষার্থী ঝরে পড়ছে শিক্ষাজীবন থেকে। তার মধ্যে ডিজেল ও জ্বালানি তেলের উর্ধ্বগতির কারণে লাগামহীনভাবে বেড়েছে গণপরিবহনের ভাড়া ! এমনকি বিভিন্ন জায়গায় বাস ভাড়া নিয়ে শিক্ষার্থীদেরকে হেনস্তা করার মতো ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে রাষ্ট্রের প্রচলিত নিয়মনুযায়ী সরকারি জোরালো মনিটরিং ব্যবস্থার প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নিশ্চিত করার জন্য কাছে বিনীত অনুরোধ রহিল। এই ব্যাপারে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

সৈয়দ মুহাম্মদ মেজবাহ উদ্দিন
সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট।

Related Articles

Back to top button
close