ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চার বছর মেয়াদে বহাল এবং মানসম্মত করার আহবান

দেশকে এগিয়ে নিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা অপরিসীম। আর এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নিয়ে কয়েক বছর পরপর অতর্কিত সিন্ধান্ত গ্রহনের প্রস্তাব তোলা হয় বিভিন্ন ভাবে। গত ২০১৩ সালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংকে তৃতীয় শ্রেণির কর্মচারীর মান থেকে চতুর্থ শ্রেণিতে নামিয়ে দেওয়ার একটি প্রস্তাব আসে; সেই সময় সারাদেশের ডিপ্লোমা শিক্ষার্থীদের অংশগ্রহণে আন্দোলনের মাধ্যমে প্রস্তাবনাটি প্রস্তাবিত হতে দেননি এবং তা তৃতীয় শ্রেণির কর্মচারীতে বহাল থাকে। ঠিক একই ভাবে বর্তমানে শিক্ষা মন্ত্রনালয় থেকে প্রস্তাব তোলা হয়, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংকে চার বছর মেয়াদ থেকে তিন বছরে নামিয়ে আনার।যা কখনো যুক্তিযুক্ত নয় এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাকে বিপদের মুখে ঠেলে দেওয়ার মতো। এই অযুক্তিক প্রস্তাবটি সারাদেশের ডিপ্লোমা শিক্ষার্থীরা মেনে নিতে পারছেনা ও দেশের সকল পলিটেকনিক পড়ুয়া শিক্ষার্থীরা আন্দোলনে রাজপথে নেমে এসেছে।

এই আন্দোলনের সাথে আমি একজন সাবেক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র হিসেবে একাত্মতা পোষণ করছি এবং মাননীয় প্রধানমন্ত্রীসহ শিক্ষামন্ত্রীর কাছে আবেদন করছি; ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংকে চার বছর মেয়াদ বহাল রাখার। সেই সাথে সরকারি-বেসরকারী সকল পলিটেকনিক কলেজ ডিপার্টমেন্ট ভিত্তিক অডিটের মাধ্যমে প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং শিক্ষকের অভাব পূরণের মাধ্যমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আরো মানসম্মত করা হোক।

লেখক, মোহাম্মদ কায়েছ উদ্দীন, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনিস্টিউটের কম্পিউটার সাইন্সের ডিপ্লোমাধারী।

Related Articles

Back to top button
close