বিদায় রমজান | মুহাম্মদ আবদুল করিম

বিদায় রমজান
–মুহাম্মদ আবদুল করিম
তোমার আগমন–প্রস্থান
খানিকটা আনন্দের; বাকীটা অভিমান!
সেদিন তো এলে—
যখনই বিদায় নিয়েছিলো মাহে শাবান।
উন্মুক্ত করে রহমতের দ্বার
আসমানি বার্তার সমাহার—
আজ বিদায়ের ঢংকা বাজিয়ে করেছো হাহাকার!
এনেছো সিয়াম, কিয়াম, তেলাওয়াতে কুরআন;
অশ্রুর খাঞ্চা ভরে আজ বিদায় মাহে রমজান!
এসেছো হেসে, ভালোবেসে—
কয়েকটি দিন ণেহের পরশে,
তোমাতে শিকলাবদ্ধ শয়তান;
খোদ নবি মুস্তফার দ. ফরমান,
কলবে সালিমের কান্নায় বিদায় মাহে রমজান!
নফল ফরজে, ফরজ হয়েছে সত্তরোর্ধ্ব,
পাপরাশি করে খোদার দোয়ারে সোপর্দ;
নানা ইবাদতে কেটেছে দিনমান—
এবার বিদায়, আবার এসো মাহে রমজান।
সাহরি থেকে ইফতার
স্মরণে প্রভু বারবার;
ইবাদতের পসরা সাজিয়ে হে মহান
কোন অজানায় চলেছো মেহমান?
শুনেছি আজান—
পাঞ্জেগানার টান;
দলবেঁধে পড়শিদেশের সাথে জামাতে যোগদান;
নিদারুণ নিরাগ্রহে জানাই বিদায় মাহে রমজান।
গভীর রজনী তক জ্বেলে আলো
ইবাদতগাহ ছিলো তো জমকালো;
পেয়েছি কদর নামের ফুল—
মার্জনা নিতে পঙ্কিলতা-ভুল,
তোমাতে পেয়েছি করুণা অফুরান,
মুমিনের আত্মা পেয়েছে রবের সন্ধান;
করুন অনুভূতির ভাবাবেগে বিদায় মাহে রমজান!!