হাসপাতাল অবশ্যই দরকার, তবে ঐতিহাসিক সি.আর.বি’র মাতৃবৃক্ষ কেটে নয়

কায়েছ উদ্দিন

আমাদের দেশে একটি জাতীয় স্লোগান আছে “গাছ লাগান পরিবেশ বাঁচান” আর সেই ঐতিহাসিক গাছ কেটে হাসপাতাল তৈরি কতটুকু যৌক্তিক।

যেই গাছ সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন বড় নিয়ামত হিসাবে। পৃথিবীর মানবজাতি বেঁচে থাকার প্রধান উৎস হলো অক্সিজেন। আর এই অক্সিজেন পেয়ে থাকি গাছ থেকে আর সেই গাছ কেটে হাসপাতাল অযৌক্তিক এবং অনৈতিক।

চট্টগ্রাম সি.আর.বি একটি ঐতিহাসিক স্থান। এখানে জড়িয়ে আছে লক্ষ মানুষের আবেগ, ভালবাসা, আন্দোলন স্বস্তির নিশ্বাস। এই সি.আর.বি’র মাতৃবৃক্ষ থেকে শুরু হাজারো মানুষের স্বপ্ন ও সামনে এগিয়ে যাবার অনুপ্রেরণা। হাজারো গ্লানি ভুলে দিন শেষে হাজারো মানুষ ছুটে যায় একটু প্রশান্তির খুঁজে। এই মাতৃবৃক্ষের ছায়া তলে।

আর এই সি.আর.বি ছাড়াও নগরীতে আরো অনেক স্থান আছে যেখানে মানসম্পন্ন মনোরম পরিবেশ বিস্তার করে। সি.আর.বি বাদে অন্য একটি স্থান নির্বাচন করে মানসস্পন্ন হাসপাতাল তৈরির জন্য সরকার, সিটি মেয়র, বাংলাদেশ রেলওয়ে এবং স্থানীয় সংসদ সদস্যের কাছে অনুরোধ করছি।

মুহাম্মাদ কায়েছ উদ্দীন
সদস্য- ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলা

Related Articles

Back to top button
close