আগামী ১০ এপ্রিল’২১ইং সুন্নি মহাসমাবেশ
নিজস্ব প্রতিনিধি

আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় আগামী ১০ এপ্রিল’২১ইং রোজ শনিবার চট্টগ্রামে সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদকাশক্তি ও নারী-শিশু নির্যাতন বিরোধী জনমত তৈরী এবং মুক্তিযুদ্ধের সহায়ক শক্তি, সুফিবাদী শান্তিপ্রিয় জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে সুন্নি মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে।
এ লক্ষ্যে আজ ৩ মার্চ’ ২১ইং বুধবার চট্টগ্রাম চেরাগি পাহাড়স্থ আহলে সুন্নাত ওয়াল জামা’আত দলীয় কার্যালয়ে সকাল ১১টায় মহাসমাবেশ প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় শায়খুল হাদিস আল্লামা সোলায়মান আনসারীকে আহ্বায়ক, শাহ মুহাম্মদ খলিলুর রহমান নিজামীকে যুগ্ন-আহবায়ক ও শাহ নুর মুহাম্মদ আল কাদেরীকে সচিব করে ১৭জন বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত কেন্দ্রীয় চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দীন আশরাফি। তিনি বলেন, দেশে ইসলামের নাম ভাঙ্গিয়ে উগ্রবাদীতা প্রদর্শনের মহা আয়োজন চলছে বর্তমানে৷ যত্রতত্র ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে ধর্মের নামে সহিংসতা, জঙ্গীবাদ ইত্যাদিকে প্রশ্রয় দেওয়া হচ্ছে৷ নীতি-নৈতিকতার সামাজিক অবক্ষয়ের কারণে যুব-সমাজ আজ মাদকাশক্তির কবলে হাবুডুবু খাচ্ছে৷ নারী-শিশু নির্যাতন যেন এক নিত্য নৈমিত্তিক ঘটনা। সুতরাং এসবের বিরুদ্ধে শান্তিপ্রিয় জনতার জনমত গঠন সময়ে গুরুত্বপূর্ণ চাহিদা। এ লক্ষ্যে ১০ই এপ্রিলের মহাসমাবেশ মানবিক মূল্যবোধ ফিরিয়ে আনতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে নিঃসন্দেহে। সুতরাং এখন থেকেই সর্বস্তরের জনতা উক্ত মহাসমাবেশ সফলকল্পে প্রস্তুতি গ্রহণ করে দেশ ও জাতির কল্যানে এগিয়ে আসবে বলে আমরা আশাবাদী।
সভায় আহলে সুন্নাত নেতৃবৃন্দ হিসেবে অন্যান্য অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- শায়খুল হাদিস আল্লামা সোলায়মান আনসারী, অধ্যক্ষ শাহ খলিলুর রহমান নিজামী, পীরে তরিক্বত আল্লামা মছিহুদ্দৌলাহ, আল্লামা এম. এ. মতিন, অধ্যক্ষ স উ ম আব্দুস সামাদ, অধ্যক্ষ শাহ নুর মোহাম্মদ আলকাদেরী, মাওলানা ওবাইদুল মোস্তফা কদমরসুলী, মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা আব্দুন নবী আল কাদেরী, আবুল মনসুর দৌলতি, মাস্টার মুহাম্মদ কমরুদ্দিন, মুহাম্মদ জামাল উদ্দিন, হাবিবুল মোস্তফা সিদ্দিকী, ইকবাল হোসাইন আল কাদেরী প্রমুখ।