আগামী ২৩ ফেব্রুয়ারী ‘২১ইং আনছারুল হক্ব নঈমী নক্বশবন্দী (রহ.) এর বার্ষিক ওরশ শরীফ

নিজস্ব প্রতিনিধি, বাঁশখালী উপজেলা

আগামী ২৩ ফেব্রুয়ারী '২১ইং আনছারুল হক্ব নঈমী নক্বশবন্দী (রহ.) এর বার্ষিক ওরশ শরীফআগামী ২৩ ফেব্রুয়ারী ২০২১ইং রােজ মঙ্গলবার শায়খুল হাদিস, উস্তাজুল উলামা, মাখযানে কাশফ ওয়া
কারামত, ফখরুল ওয়ায়েজীন, সৈয়দুল মুনাজেরিন, পেশওয়ায়ে আহলে সুন্নাত, পীরে ত্বরীক্বত, শাহ্ সুফী, আলহাজ্ব আল্লামা আনছারুল হক নঈমী শাহ নক্বশবন্দী (রাহমাতুল্লাহি আলাইহি)’র বার্ষিক উরস শরীফ ও নঈমীয়া সুন্নী কনফারেন্স এর আয়ােজন করা হয়েছে।

এতে মেহমানে আ’লা হিসেবে থাকবেন,

  • মুফতিয়ে আজম, শায়খ আল্লামা মুহাম্মদ আব্দুল ওয়াজেদ (হাফি.), প্রধান ফকিহ, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া
  • হযরত মাওলানা আশেকুর রহমান আল কাদেরী, আরবী প্রভাষক, পশ্চিমচাল ইসলামিয়া ফাজিল মাদ্রাসা খতিব, বারখাইন জামেয় জুমহুরিয়া জামে মসজিদ
  • মাওলানা আবুল কাশেম তাহেরী, খতিব, শাহ্ বখতিয়ার খাঁ জামে মসজিদ, প্রকাশ: গায়েবী মসজিদ

নিবেদক-

  • শাহজাদা মাওলানা মুহাম্মদ খাইরুল বশর নঈমী,
  • শাহজাদা মাওলানা মুহাম্মদ শফিউল বশর নঈমী (সাজ্জাদানশীন)
  • শাহজাদা মুহাম্মদ আলী হায়দার বিন আনছার,
  • শাহজাদা মুহাম্মদ আলী কাইছার,

নঈমীয়া নকবশবন্দীয়া দরবার শরীফ বাহারছড়া, বাঁশখালী, চট্টগ্রাম।

Related Articles

Back to top button
close