ইমাম আজিজুল হক শেরে বাংলা (রহ.)’র মাজার পূনঃনির্মাণের কাজ উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি
ইমামে আহলে সুন্নত আল্লামা গাজী সৈয়দ আজিজুল হক শেরে বাংলা (রহ.)’র মাযার শরীফের পূনঃনির্মাণ কাজের শুভ উদ্বোধনী অনুষ্ঠান আজ ২৮শে ফেব্রুয়ারি’২১ইং রোজ রবিবার হাটহাজারী দরবার শরীফে সম্পন্ন হয়েছে।
এতে উপস্থিত ছিলেন সাবেক মেয়র আলহাজ্ব এম.মনজুর আলম,শাহজাদা আমিনুল হক ক্বাদেরী,শাহজাদা বদরুল হক ক্বাদেরী, আল্লামা সৈয়দ অছিয়র রহমান ক্বাদেরী, আল্লামা মোহাম্মদ সুলাইমান আনসারি,মুফতি কাজী আব্দুল ওয়াজেদ,শায়খুল হাদিস কাজী মঈনুদ্দীন আশরাফী,আলহাজ্ব মাওলানা মোহাম্মদ ইউনুস রজভী,আলহাজ্ব মােহাম্মদ আবদুল শুক্কুর,আলহাজ্ব মােহাম্মদ হারুন সওদাগর,আলহাজ্ব মােহাম্মদ আনােয়ার হােসেন,সৈয়দ মােহাম্মদ এনামুল হক আল ক্বাদেরী,সৈয়দ মােহাম্মদ নাজমুল হক আলস ক্বাদেরী,আলহাজ্ব মােহাম্মদ দিদারুল আলম আল ক্বাদেরী,অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আব্দুল আউয়াল ক্বাদেরী, মাওলানা তারিকুল ইসলাম ক্বাদেরীসহ আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলদেশ’র নেতৃবৃন্দ ও অসংখ্য আলেম-ওলামাবৃন্দ উপস্থিত ছিলেন।