কাতালগঞ্জে মাজার উচ্ছেদের চেষ্টা

প্রেস বিজ্ঞপ্তি

নগরীর কাতালগঞ্জে আবাসিক এলাকার ৩নং রােডস্থ মৌলভী বশির উল্লাহ জামে মসজিদ সংলগ্ন হযরত মৌলভী শেখ দৌলত শাহ (রহ.)’র মাজার শরীফটি উচ্ছেদের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয় দরগাহ মাজার সংস্কার সংরক্ষণ কমিটি ও বাংলাদেশ মুসলমান ইতিহাস সমিতি।

তাঁদের দাবি, মসজিদের কথিত মতােয়াল্লি প্রথমে ৮০ বছরের পুরনাে প্রাচীন মাজার শরীফটির পাকা গম্বুজ ভেঙ্গে ফেলে। পরে মাজার শরীফের মূল রওজা শরীফটি ভেঙ্গে ফেলে। বাইরে টিনের বেড়া দিয়ে কৌশলে মাজার শরীফটি উচ্ছেদের পাঁয়তারা চালাচ্ছে।

এ অবস্থায় দ্রুত মাজার শরীফটি পুনঃসংস্কার ও অভিযুক্তের শাস্তি দাবী করেছেন তাঁরা।

বিবৃতিদাতারা হলেন- সমিতির উপদেষ্টা অধ্যক্ষ সউম আবদুস সামাদ, এডভােকেট মােছাহেব উদ্দীন বখতিয়ার, এইচ এম কফিলুদ্দিন, অধ্যাপক মৌলভী মােহাম্মদ মুছা কলিমুল্লাহ, মাজার সংস্কার সংরক্ষণ কমিটির চেয়ারম্যান গাজী মাওলানা মােহাম্মদ রেজাউল করিম তালুকদার, মহাসচিব ইঞ্জিনিয়ার নুর হােসাইন, বাংলাদেশ মুসলমান ইতিহাস সমিতির সভাপতি সােহেল মুহাম্মদ ফখরুদ-দীন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মৌলভী ইউনুস কুতুবী, একে এম আবু ইউসুফ, ডা, মীর হােসেন, কাজী আরফাত হােসেন রশিদাবাদি, মােহাম্মদ শহিদুল আলম, খােন্দকার ফসিহুল হক, নাজমুল হক শামীম, ইমাম মাওলানা আবদুল হালিম, সাফাত বিন সানাউল্লাহ, সুফি এস এম ফারুক প্রমুখ। বিজ্ঞপ্তি

Related Articles

Back to top button
close