গাউছুল আজম মাইজভাণ্ডারীর চান্দ্র বার্ষিকী ওরশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

মাইজভাণ্ডার দরবার শরীফ অধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা, গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত মাওলানা শাহ ছুফী সৈয়দ আহমদ উল্লাহ (ক.)-এর চান্দ্র বার্ষিকী ওরশ শরীফ স্বাস্থ্যবিধির পরিপূর্ণ অনুসরণের মাধ্যমে গতকাল উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে অনলাইন প্লাটফর্মে গাউছুল আজম মাইজভাণ্ডারী (ক.) এর জীবন, কর্ম ও তাসাউফ  ভিত্তিক এক আলােচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে ছদারত ও আখেরী মােনাজাত শরীফ পরিচালনা করেন সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম হযরত মাওলানা শাহ ছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)।

উক্ত আলােচনা সভায় বক্তব্য প্রদান করেন নায়েব সাজ্জাদানশীন ও শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.), চট্টগ্রাম সােবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা কাযী মুহাম্মদ মঈন উদ্দীন আশরাফী (ম.), লন্ডন পাের্টস মাউথ ইসলামিক সেন্টারের প্রধান শায়খ মুহাম্মদ মুহি উদ্দীন আযহারী, শাহ এমদাদীয়া চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের দারুত তায়ালিম সম্পাদক মাওলানা মুহাম্মদ আবু মনছুর প্রমুখ।

এতে মিলাদ ও তাওয়াল্লোদে গাউছিয়া এবং জিকির মাহফিল পরিচালনা করেন শাহ এমদাদীয়া কেন্দ্রীয় কার্যকরী সংসদের দারুত তায়ালিমের প্রধান শিক্ষক মাওলানা জয়নাল আবেদীন ছিদ্দিকী।

আঞ্জুমানে মােত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ্ এমদাদীয়া) কেন্দ্র, জেলা, মহানগর, উপজেলা, থানা, শাখা দায়রা কার্যকরী সংসদ ও খেদমত কমিটির কর্মকর্তা- সদস্যবৃন্দ এবং দেশ-বিদেশের অসংখ্য ভক্ত- আশেকানবৃন্দ উক্ত ভার্চুয়াল আলােচনা সভায় অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

Related Articles

Back to top button
close