জামেয়ার সাবেক মুহাদ্দিস আল্লামা আব্দুল হামিদ(রহ.)-এর সালানা ওরশ মোবারক সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

আজ সোমবার (৩১ মে) পার্বত্য জেলা খাগড়াছড়ি রামগড় হামেদিয়া মাদরাসায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক প্রধান মুহাদ্দিস আল্লামা আব্দুল হামিদ (রহ.)’র পবিত্র ওফাত বার্ষিকী উপলক্ষ্যে সালানা ওরশ শরীফ সম্পন্ন হয়েছে।

এতে জামেয়ার প্রধান মুফতি কাজী মুহাম্মদ আব্দুল ওয়াজেদ -এর সভাপতিত্ব অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, আলহাজ্ব আল্লামা আবু তাহের, মাওলানা জসিম উদ্দীন আল আযহারী, মাওলানা মুহাম্মদ আনিসুজ্জামান, মাওলানা মুহাম্মদ ইলিয়াস, মাওলানা মুহাম্মদ জিয়াউল হক, অধ্যাপক মুহাম্মদ মুরশেদুল হক, প্রফেসর ড. মুহাম্মদ জাফর উল্লাহ(চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), ড. জালালুদ্দিন আযহারী, অধ্যক্ষ ক্বারী মুহাম্মদ আবু তৈয়ব, প্রফেসর ড.মুহাম্মদ কামাল উদ্দিন (নেছারিয়া কামিল মাদরাসা), প্রফেসর ড.মুহাম্মদ আব্দুল মাবুদ(রাঙ্গুনিয়া সরকারী কলেজ), মাওলানা মুহাম্মদ নূরুন্নবী, অধ্যাপক মুহাম্মদ ওয়াহিদুল আলম জাফর, জসিম উদ্দিন আল কাদেরী, মুহাম্মদ আব্দুল গফুর(জাফরাবাদ ফাযিল মাদরাসা), মাওলানা আমিন, মুহাম্মদ জাবেদ,  হাফেজ আতিক উল্লাহ, মুহাম্মদ আসাদুজ্জামান, মুহাম্মদ আব্দুল করিম, মুহাম্মদ জাহিদ, মুহাম্মদ তানবীর সহ অনেক ছাত্র ও মুহিব্বীনবৃন্দ।

মুহাদ্দিস আল্লামা আব্দুল হামিদ (রহ.):

আল্লামা আব্দুল হামিদ (রহ.) ১৯১৮ সনে কুমিল্লা জেলার বুড়িচং থানার অন্তর্গত গাজীপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি বাল্যকালে হতদারিদ্র পরিবারে পড়ালেখা চালিয়ে যাওয়া অসম্ভব দেখে ভারতের ত্রিপুরার উদয়পুর গ্রামে গিয়ে একটি মাদরাসায় প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। এর আবারও দেশে ফিরে রামপুর মাতলাউল উলুম হতে আলিম, রামপুর আলিয়া হতে যুগশ্রেষ্ট মুহাদ্দিস, মুফাসসির কেরামগণের সান্নিধ্যে থেকে ফাজিল ও কামিল সমাপ্ত করেন। ১৯৫৪ সালে বোম্বাই হয়ে পানির জাহাজে করে পবিত্র ভূমি মক্কায় গমন করে সেখানে চার বছর অবস্থান করেন এবং সেখানে জীবিকা নার্বাহের লক্ষ্যে একটি হাসপাতালে চাকরি করেন আর বিকালে হেরেম শরীফে আগ্রহী শিক্ষার্থীদের কোরআন হাদিসের দরজ দিতেন।

মক্কায় হাসপাতালের চাকরিতে যখন টাকার প্রতি মোহ সৃষ্টি হয় তখন স্বীয় মুর্শিদ খতিবে আজম শাহ ওজিহুদ্দিন (রহ.) স্বপ্ন যোগে তাঁকে আদেশ দেন, “আব্দুল হামিদ! তুমি যে উদ্দেশ্যে দ্বীনি ইলম হাসিল করেছ, চাকরিতে থাকলে তা ব্যাহত হবে।” এরপরই তিনি বোম্বাই, রিয়াছতে রামপুর হয়ে আগারতলার উদয়পুর এসে একটি মাদরাসায় ১৯৬৩ সাল পর্যন্ত সেখানে শিক্ষতা করেন। ১৯৬৮ সাল হতে চাঁদপুর শাহতলী আলিয়া মাদরাসায় প্রায় ১২ বছর প্রধান মুহাদ্দিসের পদে ছিলেন। ১৯৭৯ সালে তৎকালিন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ মুফতি মোজাফফর আহমদ সাহেবের আমন্ত্রনে জামেয়ায় প্রধান মুহাদ্দিসের পদে আসিন হন। ১৯৯২ সালে সরকারি ভাবে অবসর হলে কর্তৃপক্ষের অনুরোধে ২০০২ পর্যন্ত শায়খুল হাদিসের পদে নিযুক্ত ছিলেন। এ ছাড়াও তিনি নিজ আবাস স্থল রামগড় গর্জনতলী গ্রামে হামেদিয়া হাফেজিয়া মাদরাসা মসজিদ প্রতিষ্ঠা করেন।

তিন বছর পর কবরে অক্ষত লাশ মোবারকঃ

২০০৮ সালের ৪ জুলাই শুক্রবার রাতে মুষলধারে বৃষ্টিপাতেরর দরুন আল্লামা আব্দুল হামিদ (রহ.)’র কবরের মাটি পায়ের দিকে তলিয়ে যায়। তাঁর মাদরাসার ছাত্ররা প্রতিদিনের মতো মসজিদে ফজরের নামায শেষে যিয়ারত করতে হাজির হলে পায়ের দিকে মাটি সরে পড়া ও তলিয়ে যাওয়ার দিকটা কৌতুহলী হয়ে গভীরভাবে লক্ষ করলে ছাটায়ের ফাঁকে হুজুরের লাশ মোবারক সকলের দৃষ্টিগোচর হয়। তখন উপস্থিত উৎসুকী জনতারা প্রত্যক্ষ করেন, হুজুরের লাশ মোবারক আপাদমস্তক অক্ষত, কাপনের কাপড়ও অবিকৃত, চেহেরা আলোকময় ও দাড়িগুলো কালো মনে হলো যেন সবেমাত্র দাফন করা হয়েছে। ঘটনাটি তাৎক্ষণিক টেলিফোনে জামেয়ার সম্মানিত শিক্ষকদের জানানো হয় এবং তাদের পরামর্শক্রমে ছাঁটাই পরিবর্তন করে পুনঃরায় কবর পূর্বাবস্থায় ঢেকে দেওয়া হয়।
(বিষয় ভিত্তিক কারামতে আউলিয়া/পৃঃ৬৬)

ওফাতঃ দীর্ঘ দুই বছর বার্ধক্য জনিত রোগে অসুস্থতা থাকার পর ১৯ শাওয়াল ১৪২৬ হিজরি মোতাবেক ২০০৫ সালের ২১ নভেম্বর সোমবার এই মহান মনীষী পরলোক গমন করেন। হাজার হাজার ভক্ত-অনুরক্ত ও ছাত্রদের উপস্থিতিতে জানাযা শেষে হুজুরকে নিজ প্রতিষ্ঠিত রামগড় হামেদিয়া মাদরাসার পাশে দাফন করা হয়।

সূত্রঃ আল্লামা আব্দুল হামিদ (রহ.) স্মারকগ্রন্থ

Related Articles

Back to top button
close