দেশের প্রবীণ আলেম মুফতি ইদ্রিস রেজভী ইন্তেকাল করেছেন

সেনানী ডেস্ক

আহলে সুন্নাত ওয়াল জামা’আতের প্রবীন আলেমেদ্বীন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাবেক প্রেসিডিয়াম সদস্য, চরণদ্বীপ রজভীয়া ইসলামিয়া সিনিয়র ফাজিল (ডিগ্রী) মাদরাসার প্রতিষ্ঠাতা, ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের সম্মানিত সাবেক খতীব, এদেশের সুন্নি মুসলমানদের অন্যতম অভিভাবক, নায়েবে আ’লা হযরত, পীরে তরিকত, অধ্যক্ষ আল্লামা মুফতি ইদ্রিস রেজভী (বড় হুজুর) আজ (২৭শে জুলাই) মঙ্গলবার বিকেল আনুমানিক ৪.৪৫ মিনিটে নগরীর বেসরকারী একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)

এই প্রবীণ আলেমের মৃত্যুতে সবত্র শোকের ছায়া।

জানাযা আগামীকাল (২৮ জুলাই) বেলা ১১ টায় বোয়ালখালীর ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

Related Articles

Back to top button
close