দো’জাহানের নয়ন মণি | দিল ইনতাহা কামাল (মিম)

শান্তির বাণী নিয়ে জমিনে এলেন নূরনবী,
তাওরাত যাবুর সব বাণীই সেরাতবী।
ইঞ্জিল রেখে মুমিনগণ বুকে নাও কোরআন,
সবকিছুই সমাধান নিয়ে এলো আল-ফোরকান।
মাহবুবের আগমনে দরুদ পড়ে স্বয়ং রব্বানা,
সেই খুশিতে জিবরাঈল সাজায় বেহেস্তখানা। মা আমেনার কোল দেখিতে আসিল হাওয়া, মরিয়ম, আছিয়া,
সেই আনন্দে মুমিনগণ জুলুস করো না।
আল আমিনের মাঝে খুঁজে পাবে মাওলা রে,
মাওলার প্রিয় হতে পারলে পাবে গো জান্নাতরে।
হাশর ময়দানে মিলিবে হাউজে কাওছার,
তাঁরই শাফায়াত পাবে উম্মতি গুনাহগার।
রাসূলের আগমনে অশান্তি আগুনে নিবারণ,
এ স্বপ্ন নয় তো সত্যে মা আমেনার বিবরণ।
যখন জ্বলে উঠিল নূরের ঝলক সম্মুখে,
স্বস্তির নিশানা উড়িল বিশ্বের উন্মুখে।
ঈদে মিলাদুন্নবীর মাঝে রয়েছে নন্দিত চিত্ত,
নবী প্রেমের প্রেমিক মুমিনদের অন্তরে সিক্ত।
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ধ্বনি উঠে ময়দানে,
সেই ধ্বনিতে খুশি সৃষ্টির আরশকূলে।
রবিউল আওয়ালে হাসে চাঁদ ও সূর্য,
যিনি এসেছেন তিনি সূর্যের ও সূর্য।
হৃদয়ের কালি মুছে করো দীলসাফ,
তাঁর দীল দয়া ভরা, আল্লাহ’র ইনসাফ।
সূরা আল ইমরানে দলিল দিলো মাওলা,
মুসলিমগন সেই দলিল দেখো না?
ইসলামই স্বার্থক ধর্ম শান্তির,
দুনিয়াবী সবকিছু হলো অশান্তি।
লক্ষ সালাম দিলাম ওগো প্রাণের নবীজী,
আহলে সুন্নাত সৈনিকগন শাফায়াত চায় রোজই।।