পটিয়া হযরত শাহচান্দ আউলিয়া (রহ.) এর ওরশ শরীফ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি

হযরত শাহচান্দ আউলিয়া (রহ.) এর মাজার শরীফ

চট্টগ্রাম বারো আউলিয়ার অন্যতম,সুলতানুল আরেফিন,মুশকিল কুশা, হযরত শাহচান্দ আউলিয়া (রহ.) এর ওরশ শরীফ এবং হযরত শাহচান্দ আউলিয়া (রহ) কামিল মাদ্রাসার ৯৩তম বার্ষিক সালানা জলসা গতকাল পটিয়া শাহচান্দ আউলিয়া দরগাহ শরীফে মহা সমারোহে অনুষ্ঠিত হয়।

এতে হাজারো ভক্ত অনুরক্তের মিলন মেলায় পরিণত হয় পটিয়া দরগাহ শরীফ।অপরদিকে মাদ্রাসা ময়দানে মাদ্রাসার সালানা জলসা অত্র মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ মুখতার আহমদ সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ্ব সামশুল হক চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতাহেরুল ইসলাম,জেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম.শামসুজ্জামান চৌধুরী,জনাব মুহাম্মদ খোরশেদুল আলম, কাউন্সিলার কামাল উদ্দিন বেলালসহ প্রমুখ।

প্রধান ওয়ায়েজ হিসেবে মূল্যবান তাকরীর পেশ করেন অধ্যক্ষ আল্লামা অছিয়র রহমান আল ক্বাদেরী, আহলে সুন্নত ওয়াল জামাআত বাংলাদেশের মান্যবর চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা মুফতি কাজী মঈনুদ্দীন আশরাফী,আল্লামা শায়খ মুফতি কাজী আব্দুল ওয়াজেদ,অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দসহ দেশের প্রখ্যাত আলেম-ওলামাবৃন্দ।

Related Articles

Back to top button
close