পাঁচশ’ পরিবারে মইনীয়া যুব ফোরাম সোনারগাঁও শাখার ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি

মইনীয়া যুব ফোরামের সম্মানিত প্রতিষ্ঠাতা সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারীর নির্দেশে ও হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের সহায়তায় মইনীয়া যুব ফোরাম সোনারগাঁও শাখা ২৬ এপ্রিল (সোমবার) প্রায় ৫০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেছে।

কর্মসূচির উদ্বোধন করেন আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও পিরোজপুর ইউনিয়ন এর সভাপতি মোহাম্মদ রবিউল। কর্মসূচিতে সভাপতিত্ব করেন মইনীয়া যুব ফোরাম সোনারগাঁও উপজেলার সভাপতি আবু সাঈদ মোহাম্মদ সালেক, উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের সম্মানিত ব্যক্তিবর্গ ও আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের কর্মীবৃন্দ ও সদস্যবর্গ।

Related Articles

Back to top button
close