বোয়ালখালীতে হিন্দু যুবকের ইসলাম ধর্মগ্রহণ
আরিফুল ইসলাম, বোয়ালখালী

বোয়ালখালী উপজেলার খানক্বাহ্-এ কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়ায় গত ২০ শে ফেব্রুয়ারী শনিবার বাদে মাগরিব জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার অধ্যক্ষ মুফতি সৈয়দ অছিয়র রহমান আল কাদেরীর হাতে এক নও মুসলিম সেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন।
তিনি বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়নের পাঠান বাড়ীর কালি চাঁদ ঘোষের ছেলে, তার আগের নাম ছিল শিশুমণি ঘোষ, ইসলাম ধর্ম গ্রহণের পরে তার নতুন নাম রাখা হয় মোহাম্মদ আবদুল্লাহ,।
জানা যায় ঐ যুবক বিভিন্ন মসজিদে শুক্রবারের জুমার বয়ান শুনে ইসলাম ধর্মে অনুপ্রানীত হয়ে গাউসিয়া কমিঠি বাংলাদেশ পৌরসভা শাখার সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ওসমান গণি ও সমাজ কল্যাণ সম্পাদক নাজিম উদ্দিনের সহযোগীতায় সেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন, এর আগে গত ১৬ই ফেব্রুয়ারি চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেড এর আদালতে গিয়ে তিনি হিন্দু ধর্ম ত্যাগের বিষয়ে হলফ নামা করেন। উল্লেখ্য যে ঐ যুবকের বোন,ভগ্নীপতি, ভাগিনা সহ বোনের পরিবার ১৯৭১ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন। অনুষ্টান শেষে মোনাজাতের মাধ্যমে সেই নও মুসলিম সহ সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়,
এসময় আরো উপস্তিত ছিলেন অধ্যাপক আবুল মুনসুর দৌলতী, নুরুল ইসলাম চৌধুরী মুন্সি, মমতাজ উদ্দিন, জাহাঙ্গীর আলম, আলম খাঁন, মোহাম্মদ আলী, ওসমান গণি, নাজিম উদ্দিন, রবিউল করিম সহ গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌরসভার নেত্ববৃন্দ।