মোফাচ্ছিরে কুরআন আবু সুফিয়ান খাঁন আবেদীর সৌজন্যে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক

আজ সোমবার (৫ জুলাই) বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য, আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর কো-চেয়ারম্যান, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাচ্ছিরে কোরআন শায়খ আল্লামা আবু সুফিয়ান খাঁন আবেদী আল ক্বাদেরীর সৌজন্যে করোনা প্রতিরোধ ও গণসচেতনতার লক্ষ্যে হাজীগঞ্জ পৌরসভার বিভিন্ন স্থানে করোনা প্রতিরোধক বুথ উদ্বোধন করা হয়েছে।
বুথ প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যায় ৬টা পর্যন্ত খোলা থাকবে। করোনা সংক্রমন প্রতিরোধে সর্ব-সাধারণের সুরক্ষা ও হাত জীবানু মুক্ত করার জন্য বুথে দুইটি হ্যান্ড-স্যানেটাইজার রয়েছে। এছাড়াও ব্যবহারে জন্য মাস্ক এবং ব্যবহৃত মাস্ক ফেলার জন্য বক্স রয়েছে।
উক্ত করোনা প্রতিরোধক বুথের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ পৌরসভার মাননীয় মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, ৮ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর কাজী কবির, ৭ নং ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর কাজী মনির,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিরাজ মজুমদার, মাওলানা ক্বারী মুহাম্মদ বেলাল হোসাইন, শাহজাদা মাওলানা রহমত উল্লাহ খান, শাহজাদা মাওলানা হাসমাত উল্লাহ খান কাদেরী, শাহজাদা মাওলানা এনায়েত উল্লাহ খান কাদেরী ও অনন্যা মান্যগণ্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠান সমাপ্তির পূর্বে দেশ ও জাতির জন্য দোয়া করে বিশেষ মুনাজাত করেন পীর সাহেব হুজুর, আল্লামা শায়খ আবু সুফিয়ান খান আবেদী আল কাদেরী।