Trending

সীতাকুণ্ডে দা’ওয়াতে খায়র মাহফিল সম্পন্ন

সীতাকুণ্ড গাউসিয়া কমিটি থানা শাখার ব্যবস্থাপনায় হযরত সৈয়্যদুনা আবু বকর সিদ্দিক (রাদ্বিঃ)’র ওফাত বার্ষিকী স্মরণে “বানুর বাজার চৌধুরী কনভেনশন” হলে বিশাল দা’ওয়াতে খায়র মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

প্রথম পর্ব সকাল ৯টা হতে ১টা পর্যন্ত

মহিলাদেরকে দ্বীনি গুরুত্বপূর্ণ বিষয়াবলী মহিলা মুয়াল্লিমা দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়।এতে সীতাকুণ্ড দাওয়াতে খায়রের প্রধান মুয়াল্লিমা মোমেনা দিলনাজ বানু নাজু,সুলতানা কামাল, সারজিনা নাছিম, রেহানা মহিউদ্দিন নামাজ, অযু, গোসল ও মৃত মহিলাদের কাফনের উপর প্রশিক্ষণ প্রদান করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করেন আল্লামা অধ্যক্ষ আব্দুল আওয়াল আল ক্বাদেরী, আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজবী, আবু যাহরা মুহাম্মদ মোজাম্মেল হক।

দ্বিতীয় পর্ব শুরু হয় বিকাল ৩ টায়,
মাওলানা আলী সিদ্দিকীর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুল আউয়াল ক্বাদেরী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গাউসিয়া কমিটি বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার, মোছাহেব উদ্দিন বখতিয়ার, আহসান হাবিব চৌধুরী আহসান।
দ্বীনি গুরুত্বপূর্ণ বিষয়ে বয়ান পেশ করেন,
আল্লামা কাজী মঈন উদ্দিন আশরাফী, আল্লামা মুহাম্মদ আব্দুল মান্নান, আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রজভী, ড. আল্লামা কামাল উদ্দিন আজহারী, ড. আল্লামা জালাল উদ্দিন আজহারী, আল্লামা আবুল হাসান মুহাম্মদ ওমাইর রজভী প্রমুখ।
এতে আরো উপস্থিত ছিলেন মাওলানা ইদ্রিস আল ক্বাদেরী, আলহাজ্ব মোবারক হোসেন সওদাগর, মাওলানা খোরশেদ আলম, মঞ্জুর এলাহী, মাওলানা আতিক উল্লাহ, ইঞ্জিনিয়ার রফিক উদ্দিন, আলাউদ্দিন, মাওলানা হাফেজ ইকবাল জাহিদ, তাওহিদুল আলম রিপন, ফারুক হোসাইন প্রমুখ।উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বার সহ সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

করোনাকালের অবদানের জন্য এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, আহসান হাবিব চৌধুরী আহসান ও মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ কে সম্মাননা দেওয়া হয়।

পরিশেষে দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর জন্য দোয়া করেন, আহলে সুন্নত ওয়াল জামায়াতের মান্যবর চেয়ারম্যান, শাইখুল হাদিস আল্লামা কাজী মঈন উদ্দীন আশরাফী (মা.জি.আ)।

Related Articles

Back to top button
close