সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রমজান শুরু

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে সোমবার (১২ এপ্রিল) পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) রোজা শুরু হয়েছে। সৌদি কর্তৃপক্ষ সোমবার এ ঘোষণা দিয়েছে। খবর খালিজ টাইমস।

খবরে বলা হয়েছে, নতুন চাঁদ দেখা যাওয়ায় শাবান মাসের শেষ দিন ছিল সোমবার (১২ এপ্রিল)। তাই আজ ১৩ এপ্রিল থেকে (মঙ্গলবার) পবিত্র রমজান মাস শুরু।

এবার সৌদি আরবের পবিত্র দুটি মসজিদ মক্কার মসজিদ আল-হারাম ও মদিনার মসজিদে নববিতে তারাবিহর নামাজ ২০ রাকাত থেকে কমিয়ে ১০ রাকাত করা হয়েছে। করোনা সংক্রমণের কারণে এবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে পবিত্র মসজিদ দুটির কর্তৃপক্ষ।

Related Articles

Back to top button
close