হযরত ফোরকান শাহ (রহ,) ইসলামী কমপ্লেক্সের ২১তম সালানা জলসা সম্পন্ন
নিজস্ব প্রতিনিধি, মহেশখালী

আল্লামা আবুল ফসিহ মুহাম্মদ ফোরকান শাহ (রহ,) ইসলামী কমপ্লেক্সের ব্যবস্থাপনায় ২দিন ব্যাপি ২১তম সালানা জলসা ও ঈদে মিলাদুন্নবী (দঃ) মাহফিল গত ২২ ও ২৩ তারিখ মহেশখালী কমপ্লেক্স ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য জনাব আশেক উল্লাহ রফিক,প্রধান আলোচনা করছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব উপাধ্যক্ষ হযরতুলহাজ্ব আল্লামা আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক এবং আরো গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন হযতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ তারেকুল ইসলাম আল ক্বাদেরী,হযতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ ফরিদুল ইসলাম ক্বাদেরী,এবং উক্ত মাহফিল সভাপতিত্ব করেন শাহাজাদা হাফেজ মাওলানা
আ.ন.ম কামরুল ইসলাম আলকাদেরী।