দো’আ কেন কবুল হয় না
সংগ্রহে- মোহাম্মদ রেজা খাঁন বেহেশতী

হযরত শফিক বলখী (রাহমাতুল্লাহ আলাইহি) বর্ণনা করেন: একদিন হযরত ইব্রাহীম বিন আদহাম বসরার বাজার দিয়ে যাচ্ছিলেন। লােকেরা তার খেদমতে হাজির হয়ে আরয করলাে, হুযুর কুরআন মজিদে আল্লাহ তা’য়ালা ফরমায়েছেন “তােমরা আমার কাছে প্রার্থনা কর, আমি কবুল করবাে।”
আমরা তাে এক যুগ ধরে দু’আ প্রার্থনা করে আসতেছি কিন্তু কবুল হয় না। এর কারণ কি? হযরত ইব্রাহীম বিন আদহাম জবাব দিলেন- হে লােকেরা, তােমাদের অন্তর থেকে দশটি বিষয়ে মরে গেছে। তাই তােমাদের দু’আ কি করে কবুল হবে।
(১) তােমরা আল্লাহকে জান, কিন্তু এ জানার হক আদায় করনি ।
(২) তােমরা কুরআন পড়েছ, কিন্তু এর উপর আমল করনি।
(৩) তােমরা রাসূলের মহব্বত দাবী কর। কিন্তু তাঁর সুন্নাতের উপর আমল করনি।
(৪) তােমরা শয়তানের দুশমনীর কথা স্বীকার কর, কিন্তু ওর বিরােধীতা করনি।
(৫) তােমরা জান্নাত কামনা করে থাক, কিন্তু এতে প্রবেশ করার আমল করনি।
(৬) তােমরা জাহান্নাম থেকে পানা চেয়েছ, কিন্তু নিজেই নিজের নফসকে জাহান্নামে নিক্ষেপ করেছ।
(৭) তােমরা মৃতুকে হক জান কিন্তু এর জন্য প্রস্তুতি গ্রহণ করনি।
(৮) তােমরা ভাইদের দোষত্রুটি বর্ণনা করে থাক, কিন্তু নিজের দোষত্রুটি দেখ না।
(৯) তােমরা আল্লাহর নেয়ামত খাও, কিন্তু এর শােকর আদায় কর না।
(১০) তােমরা মৃতদেরকে দাফন করে থাক, কিন্তু এর থেকে শিক্ষা হাসিল কর না।
(সূত্র: দূর্রাতুন নাসেহীন ৫১৩ পৃষ্ঠা)