শবে বরাতের রাতে যেসব আমল করবেন

শায়খ সাইফুল আজম আযহারী

শবে-বরাতের ফজিলতপূর্ণ রাত কিভাবে পালন করব? কোন কোন কাজ থেকে বিরত থাকব?
কারা এই রাতের ফজিলত থেকে বঞ্চিত?

এই রাতের ফজিলত থেকে যারা বঞ্চিতঃ

হাদীছ শরীফের বিভিন্ন বর্ণনায় নিম্মবর্ণিত লোকেরা আল্লাহ্ তায়ালার অনুগ্রহ থেকে বঞ্চিত হবে বলে হুযুর (দঃ) বলেছেনঃ

১- যারা শির্ক করে।
২- যাদের অন্তর হিংসা আর ক্রোধের আগুনে ভর্তি।
৩- অহংকারী।
৪- মানুষ হত্যাকারী।
৫- আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী।
৬- পিতামাতার অবাধ্য সন্তান।
৭- মদ্যপানে নেশাগ্রস্ত।
৮- গিবত বা পরচর্চাকারী অর্থাত্ যারা সারাদিন বসে। বসে অন্য মানুষের দোষত্রুটি বর্ণনা করে।

তবে কেউ যদি এই রাতে তাওবা করেন তাহলে আল্লাহ্ তায়ালা অবশ্যই তাওবা কবুল করেন এবং ক্ষমা করেন।

কিভাবে পালন করব এবং কোন্ কোন্ কাজ থেকে বিরত থাকবঃ

মনে রাখবেন প্রত্যেক জিনিসের একটা হাকিকত বা মৌলিকত্ব থাকে। এই রাতের মৌলিকত্ব হচ্ছে- তাওবা,ইসতিগফার এবং ইবাদত-রিয়াজতের মাধ্যমে মহান প্রভুকে সন্তুষ্ট করা। কাজেই আমাদের উচিত হবে বন্ধুদের নিয়ে হাসি-তামাশা, আড্ডাবাজি, আতশবাজি বা ঘুরাঘুরি না করে রাতটির প্রতি যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক নিম্নলিখিত আমলগুলো করার চেষ্টা করাঃ

১)নিকট আত্মিয়, পাড়া প্রতিবেশির কবর জিয়ারত করা
২) অশ্রুশিক্ত নয়নে বেশি বেশি করে তাওবা-ইসতিগফার তথা আল্লাহ্ তায়ালার দরবারে নিজের কৃতকর্মের জন্য লজ্জিত হয়ে একনিষ্ঠভাবে ক্ষমা প্রার্থনা করা।
৩) কুরআন তিলাওয়াত করা।
৪)সুরা ইয়াছিন, রহমান, মুলক্ পাঠ করা
৫)দোয়া ইউনুছ পাঠ করা
৬)বেশি বেশি দরুদ শরিফ পাঠ করা
৭)জিকির করা
৭)তাওবার নামাজ, সালাতুত তাসবীহ্
৯)তাহাজ্জুদ এবং ইবাদত বান্দেগীর মাধ্যমে রাত অতিবাহিত করা।
১০)কায়মনোবাক্যে দোয়া করা।

Related Articles

Back to top button
close