জনগণের মুখােমুখি হওয়া থেকে বিরত থাকুন- এম এ মতিন

নিজস্ব প্রতিবেদক

পৌরকর মূল্যায়নে স্থগিত থাকা রি-অ্যাসেসমেন্ট কার্যক্রম পুনর্বহাল হলে সিটি মেয়রকে জনগণের মুখােমুখি হতে হবে বলে মনে করেন গত চসিক নির্বাচনের মেয়র প্রার্থী আল্লামা এম মতিন

তিনি বলেন, মানুষ কিন্তু গৃহকর দিতে প্রস্তুত, যদি তা সহনীয় হয়। কিন্তু জোর করে আদায় করার চেষ্টা হলে মানুষ তা মেনে নেবে না। তখন স্বাভাবিকভাবেই মানুষের অনীহা তৈরি হবে। এতে সিটি কর্পোরেশনের লাভের চেয়ে ক্ষতি বেশি হবে। মেয়রের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে। সর্বশেষ আদায়ও হবে না। কাজেই স্থগিতাদেশ প্রত্যাহার করে মেয়র যেন জনগণের মুখােমুখি না হন সেই পরামর্শ থাকবে।

ইসলামী ফ্রন্টের মহাসচিব মতিন বলেন, মহামারি করােনার জন্য কঠিন মুহূর্ত পার করছে মানুষ। দুর্যোগ চলছে। মানুষের ব্যবসা- বাণিজ্য, ইনকাম বন্ধ। জীবনযাপন কঠিন হয়ে দাঁড়িয়েছে। এমন সময়ে রি- অ্যাসেসমেন্ট কার্যক্রম শুরু করলে, কর বৃদ্ধি পেলে মানুষের কষ্ট বাড়বে।

তিনি বলেন, যে রি-অ্যাসেসমেন্ট নিয়ে সমালােচনা হয়েছিল পুনর্বহাল করার জন্য বর্তমান মেয়র যে উদ্যোগ নিচ্ছেন তা আমরা কোনােভাবেই সমর্থন করতে পারছি না। আমাদের অনুরােধ থাকবে, যে সিদ্ধান্তে মানুষের উপর কষ্ট হয়, জুলুম হয় সে সিদ্ধান্ত গ্রহণ করা থেকে বিরত থাকুন।

Related Articles

Back to top button
close