বাঁশখালীতে ছাত্রসেনার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সংগ্রাম, ঐতিহ্য ও গৌরবের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রসেনা বৃহত্তর বাঁশখালী উপজেলার উদ্যোগে বিশাল বর্ণাঢ্য র্যালী ও ছাত্রসমাবেশ উপজেলার মিয়ার বাজার থেকে আরম্ভ হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পট প্রদক্ষিণ করে মিয়ার বাজারস্থ ‘কুটুমবাড়ি হল’এ সমাবেশের মাধ্যমে সম্পন্ন হয়।

র‍্যালি উদযাপন

ইয়াছিন আরাফাত শাকিল ও ইমরান খানের যৌথ সঞ্চালনায় প্রথম অধিবেশন বর্ণাঢ্য র্যালীতে সভাপতিত্ব করেন- ছাত্রসেনা বাঁশখালী উপজেলা (উত্তর) সভাপতি, ছাত্রনেতা সামসুল আরেফিন খালেদ। দ্বিতীয় অধিবেশন ছাত্রসমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রসেনা (দক্ষিণ) সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মুহিব্বুল্লাহ। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি জননেতা শফিউল হক্ব আশরাফী। প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জাফর উল্লাহ। বিশেষ অতিথি -জননেতা আব্দুর রহিম সিরাজী, জননেতা প্রফেসর সৈয়দ মনিরুল ইসলাম আশরাফি, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আশেকুর রহমান, মাওলানা ওয়াহেদুর রহমান,ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, মাওলানা শওকত আলী, যুবনেতা শাহাব উদ্দীন, শহিদুল ইসলাম, মোঃ খাইরুল বশর, শফিউল বশর নঈমী, মুহাম্মদ ফোরকান রেজা, মাওলানা হাসান মুরাদ।

বক্তবয দিচ্ছেন প্রফেসর সৈয়দ মনিরুল ইসলাম আশরাফি

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, বিশেষ বক্তা ছিলেন- ছাত্রনেতা মুহাম্মদ খোরশেদ হাশেমী, মুহাম্মদ সাজ্জাদ, মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ নেছার উদ্দিন, মুহাম্মদ তারেক আজিজ, মুহাম্মদ মঈন উদ্দিন, মুহাম্মদ জাবেরুল ইসলাম, মুহাম্মদ মনির উদ্দিন কাদেরী, মুহাম্মদ আলী আকবর, মুহাম্মদ মুবিন, মুহাম্মদ হাসান প্রমুখ।

বক্তব্য দিচ্ছেন প্রধান অতিথি - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জাফর উল্লাহ
বক্তব্য দিচ্ছেন প্রধান অতিথি – চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ জাফর উল্লাহ

Related Articles

Back to top button
close