বাংলাদেশ ইসলামী ফ্রন্টের শোক

প্রেস বিজ্ঞপ্তি

আনজুমানে খোদ্দামুল মুসলেমীন আরব আমিরাত আল আইন শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক, জনাব মুহাম্মদ দিদারুল আলমের এক বছরের শিশু আরহান বিন আলমের আকষ্মিক ইন্তেকালে গভেীর শোক করে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান ও মহাসচিব জননেতা আল্লামা এম এ মান্নান ও এম এ মতিন।

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট

বিবৃতিতে নেতাদ্বয় বলেন- পৃথিবীতে সন্তান হলো অন্যতম নেয়ামত। সন্তানের মাধ্যমে পরিবারের পরিপূর্ণতা আসে। সেই পরিপূর্ণতার অবিচ্ছেদ্য অংশ আজ পৃথিবীতে নেই। জনাব দিদারের শিশু পূত্রে্রে ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত হয়েছি। প্রবাস জীবনে সুন্নীয়তকে প্রাতিষ্ঠানিক রূপদানে তাঁর পরিবারের এবং তা বিশেষ ত্যাগ এবং অবদান অনস্বীকার্য।

নেতাদ্বয় মহান প্রভুর দরবারে শিশুর আত্মার মাগফিরাত কামনা ও জান্নাতের আ’লা মাকাম কামনা এবং সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

Back to top button
close