বিশ্ব অলি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক)’র সহধর্মীনির ইন্তেকালে আহলে সুন্নাতের শোকবার্তা
নিজস্ব প্রতিবেদক

বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক:) এর সহধর্মীনি ও শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (ক:) ট্রাস্ট (এস জেড এইচ এম ট্রাস্ট)’র ট্রাস্টি বোর্ডের সম্মানীত চেয়ারপারসন আলহাজ্ব মোসাম্মৎ মুনাওয়ারা বেগম গতকাল রাত ১০ টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)
তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের চেয়ারম্যান শাইখুল হাদীস আল্লামা কাজী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফী, কো- চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান আলক্বাদেরী, শাইখুল হাদীস ও কো-চেয়ারম্যান আল্লামা হাফেয মোহাম্মদ সোলাইমান আনছারী, কো- চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ আল মারুফ শাহ, ড. আল্লামা আফজাল হোসাইন, স্টান্ডিং কমিটির সদস্য বিশিষ্ট লেখক ও গবেষক আল্লামা এম এ মান্নান, এম এ মতিন, অধ্যক্ষ স উ ম আবদুস সামাদ, প্রেসিডিয়াম সদস্য আল্লামা মুফতি কাজী মুহাম্মদ আব্দুল ওয়াজেদ, উপাধ্যক্ষ আল্লামা লিয়াকত আলী, অধ্যক্ষ আল্লামা হারুনুর রশিদ রেজভী, মুহাদ্দিস আল্লামা আশরাফুজ্জামান আলকাদেরী, অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রেজভী, অধ্যক্ষ আল্লামা নুরুল আলম হেজাজী, সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দিদী, আল্লামা শাহ খলিলুর রহমান নিজামী, এডভোকেট মাহবুব উল আলম আশরাফী, ডঃ মাওলানা হাফেজ হাফিজুর রহমান, মাওলানা এ এ এম জুবাইর রজভী, আল্লামা গোলামুর রহমান আশরাফ শাহ, অধ্যক্ষ মাওলানা আব্দুল মতিন, মহাসচিব সৈয়দ মসিহুদ্দৌলা, নির্বাহী মহাসচিব উপাধ্যক্ষ আবুল কাসেম মুহাম্মদ ফজলুল হক, যুগ্ম মহাসচিব মুফতি মাহমুদুল হাসান আলকাদেরী, কাজী মুহাম্মদ মোবারক হোসাইন ফরায়জী, মুফতি জসিম উদ্দিন আলআজহারী, সাংগঠনিক সচিব অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ ইসমাইল নোমানী ও অর্থ সচিব এডভোকেট সৈয়দ মুখতার আহমদ সিদ্দিকী প্রমুখ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- বৈশ্বিক এ চরম ক্রান্তিকালে শ্রদ্বেয়া রত্মগর্ভা মায়ের ইন্তিকালে আমরা গভীরভাবে শোকাহত হয়েছি। তাঁর এ বিয়োগে সারা বাংলাদেশের সুন্নী অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
শোকবার্তায় আহলে সুন্নাতের নেতৃবৃন্দ বলেন- মরহুমার পুরো পরিবারে তরিকত জগতের আলোকজ্জল প্রদীপের ন্যায়। ইসলামের সুমীয় বাণী সারা জগতে বিকরণ করে বাতিল অপশক্তির বিরুদ্ধে বিশেষ অবদান রাখেন। আধ্যাত্মিক শরাফতের অন্যতম কেন্দ্র মাইজভান্ডার দরবার শরীফের মহান অলী শাহানশাহ হযরত জিয়াউল হক মাইজভান্ডাারী (ক:) এর সহধর্মীনির ইন্তেকাল যেন আমরা একজন সত্যিকার মাকে হারিয়েছি। তাঁর প্রতি আমরা গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি। আজীবন তাঁর এ ত্যাগ ও অবদান সুন্নী অঙ্গনে চির ভাস্বর হয়ে থাকবে।
আহলে সুন্নাতের জাতীয় নেতৃবর্গ তাঁর আত্মার মাগফিরাত ও জান্নাতের আলা মকাম কামনা এবং সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার বাদে আসর মাইজভান্ডার শাহী ময়দানে জানাযা অনুষ্ঠিত হয়।