আজিজিয়া আ’লা হযরত (রহঃ) সুন্নী পরিষদের আত্নপ্রকাশ
মিজানুর রহমান মুন্না, নিজস্ব প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত সমিতিরহাটের প্রবাসী সুন্নীদের প্লাটফর্ম ‘আজিজিয়া আ’লা হযরত সুন্নী পরিষদ’র ব্যবস্থাপনায় সংগঠনের আত্নপ্রকাশ ও হিজরী নববর্ষ ১৪৪৪ উপলক্ষে “ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান” গত (৫ই আগস্ট) শুক্রবার রাত ৮টা থেকে সংযুক্ত আরব-আমিরাতের পাঞ্জাব হোটেল হলরুমে মাওলানা মনছুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সূফী আলহাজ্ব আকবর আলী, প্রধান বক্তা ছিলেন মুহাম্মদ মামুনুর রশিদ, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নাসির উদ্দীন সিকদার এবং বিশেষ অতিথি ছিলেন বাহাদুর ইসলাম।
এম এইচ চৌধুরী ফিরোজ ও মুহাম্মদ আজিজুর রহমান এর যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা খোরশেদুল আলম,ইয়াকুব আলী,শরীফ উদ্দীন,বেলাল উদ্দীন কুতুবী, আমান উদ্দীন নয়ন,মুরশেদ কুতুবী,আব্দুর রহিম নেজামী, নুরুল আমিন, পেয়ারু, আলাউদ্দিন প্রমুখ।
পরে আজিজিয়া আ’লা হযরত সুন্নী পরিষদের নবগঠিত কমিটি ঘোষণা করেন উক্ত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মাওলানা মনছুর আলী। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সূফী আলহাজ্ব আলী আকবর,সাধারণ সম্পাদক হয়েছেন নাসির সিকদার ও সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম এবং উপদেষ্টা মন্ডলীর আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মাওলানা মনছুর ও সচিব মামুনুর রশিদ। পরিশেষে মিলাদ কিয়াম ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।