আহলে সুন্নাত ওয়াল জামা’আতের শোকবাণী
প্রেস বিজ্ঞপ্তি

আহলে সুন্নাতের যুগ্ম সাংগঠনিক সচিব আল্লামা হাফেয মুনিরুজ্জামানের শ্রদ্বেয় পিতার ইন্তিকালে আহলে সুন্নাতের শোকবাণী।
আহলে সুন্নাতের যুগ্ম সাংগঠনিক সচিব, বিশিষ্টে আলেমে দ্বীন ও শিক্ষাবীদ আল্লামা হাফেয মুনিরুজ্জামানের শ্রদ্বেয় পিতার আকষ্মিক ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এর মাননীয় চেয়ারম্যান শাইখুল হাদীস আল্লামা কাজী মোহাম্মদ মুঈন উদ্দিন আশরাফী, নির্বাহী চেয়ারম্যান পীরে তরিকত অধ্যক্ষ আল্লামা আবদুল বারী জিহাদী, কো-চেয়ারম্যান অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ অছিয়র রহমান আলক্বাদেরী, শাইখুল হাদীস আল্লামা হাফেয মোহাম্মদ সোলাইমান আনছারী, ড. অধ্যাপক সৈয়দ আবদুল্লাহ আল মারুফ, অধ্যক্ষ ড. মুহাম্মদ আফজাল হোসেন, ড. মুহাম্মদ শফিকুর রহমান, মাওলানা আবদুর রহিম আব্বাসী, মাওলানা সিরাজুল আমিন রেজভী, প্রেসিডিয়াম সদস্য আল্লামা মুফতি কাজী মুহাম্মদ আব্দুল ওয়াজেদ, অধ্যক্ষ মুহাম্মদ হারুনুর রশিদ আশরাফী, উপাধ্যক্ষ আল্লামা ড. মুহাম্মদ লিয়াকত আলী, মুহাদ্দিস হাফেয মোহাম্মদ আশরাফুজ্জামান আলক্বাদেরী, অধ্যক্ষ আল্লামা আহমদ হোসাইন আলকাদেরী, অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ বদিউল আলম রেজভী, অধ্যক্ষ শাহ মুহাম্মদ খলিলুর রহমান নেজামী, সৈয়দ মুজাফফর আহমদ মুজাদ্দেদী, এডভোকেট দেলোয়ার হোসেন পাটওয়ারী আশরাফী, এডভোকেট মাহবুব আলম আশরাফী, মহাসচিব পীরে ত্বরিক্বত আলহাজ্ব আল্লামা সৈয়দ মসিহুদ্দৌলা, ষ্টান্ডিং কমিটির সদস্য আল্লামা এম. এ মান্না, এম. এ. মতিন, অধ্যক্ষ স. উ. ম আবদুস সামাদ, মুখপাত্র এডভোকেট মোসাহেব উদ্দীন বখতিয়ার, নির্বাহী মহাসচিব উপাধ্যক্ষ মুফতি মাওলানা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক, যুগ্ম মহাসচিব কাজী মোবারক হোসেন ফারজী, মুফতি মাহমুদুল হাসান আলকাদেরী, মুফতি জসিম উদ্দীন আজহারী, সাংগঠনিক সচিব অধ্যক্ষ মুহাম্মদ ইসমাঈল নোমানী প্রমুখ।
দপ্তর সচিব মুহাম্মদ আবদুল হাকিমের স্বাক্ষরিত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- জনাব মুনিরুজ্জামানের পিতা একজন সৎ, সজ্জন ব্যক্তি ছিলেন। তাঁর ইন্তিকালে সুন্নী পরিবার গভীরভাবে শোকাহত। তিনি এবং তাঁর পরিবার দীর্ঘদিন তরিকত জগতে বিচরণ ও শিক্ষকতা করে অসংখ্য ছাত্রকে শিক্ষা প্রদান করে সমাজকে আলোকিত করার বিশেষ ভূমিকা রাখছেন এবং রেখে যাচ্ছেন।
আহলে সুন্নাতের জাতীয় নেতৃবৃন্দ মহান প্রভুর দরবারে তাঁর আত্মার মাগফিরাত কামনা ও জান্নাতের আ’লা মাকাম কামনা এবং সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।