আহলে সুন্নাত ওয়াল জামা’আত কালিগঞ্জ (লালমনিরহাট) উপজেলার নতুন কমিটি
নিজস্ব প্রতিবেদক

গতকাল শনিবার (০৫ জুন) আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলা কমিটি গঠনকল্পে কাকিনায় মত বিনিময় সভা হাফেজ মাওলানা আইয়ুব আলির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন আল্লামা ড. আফজাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি মুহাম্মদ রিদওয়ান আশরাফি, এডভোকেট ইদ্রিস আলী খন্দকার, মাওলানা মুস্তনইন বিল্লাহ প্রমুখ।
সভায় সর্ব সম্মতিক্রমে মাওলানা আব্দুল মান্নান বসুনিয়াকে সভাপতি, মাওলানা আইয়ুব আলিকে সাধারণ সম্পাদক, মাওলানা আনসার আলিকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট আহলে সুন্নাত কালিগঞ্জ উপজেলার কমিটি গঠন করা হয়।