আহলে সুন্নাত কর্তৃক চেয়ারম্যান জসিম উদ্দিন হিরুর রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক

আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ রাউজান ৭নং ইউনিয়নের প্রধান উপদেষ্টা ও রাউজান সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রথম সারির করোনাযোদ্ধা বি. এম জসিম উদ্দিন হিরুর রোগমুক্তি কামনায় আজ সোমবার (১৯ জুলাই) বাদে মাগরিব মিলাদ ও দোয়া মাহফিল করেছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ রাউজান সদর ইউনিয়ন শাখা।
মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি গাজী মাওলানা মুহাম্মদ ফোরকান আলকাদেরী।
সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম নেজামী আলকাদেরীর সঞ্চালনায় মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ নুরুল আমিন।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মাওলানা আলহাজ্ব আব্দুল মান্নান আলকাদেরী, সহ সভাপতি মুহাম্মদ আব্দুস সালাম, মুহাম্মদ মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ তসলিম উদ্দিন বাদশা, সহ সাংগঠনিক সম্পাদক মাস্টার মুহাম্মদ নাছির উদ্দিন, স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন, সহ শ্রম ও কৃষি সম্পাদক আবু তৈয়ব কোম্পানি, মুহাম্মদ মফিজ সওদাগর, হাফেজ মুহাম্মদ রবিউল হোসাইনসহ বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে মিলাদ কিয়াম ও ফাতেহা পাঠের পর করোনা আক্রান্ত চেয়ারম্যান বি. এম জসিম উদ্দিন হিরুর রোগমুক্তি ও বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস থেকে বিশ্ব জাহানের মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।