আহলে সুন্নাত চেয়ারম্যানের উপর হামলার প্রচেষ্টা নগ্ন চরিত্রের বহিঃপ্রকাশ

আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের মান্যবর চেয়ারম্যান শাইখুল হাদীস আল্লামা কাজী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফীর উপর হামলা প্রচেষ্টা নগ্ন চরিত্রের বহিঃপ্রকাশ। এবং শীঘ্রই দুস্কৃতকারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত।

গতকাল (১২ আগস্ট’২২) চন্দনাইশের মোহাম্মদপুরস্থ একটি মাহফিলে বক্তব্যরত অবস্থায় কিছু দুস্কৃতকারী কর্তৃক আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের মান্যবর চেয়ারম্যান শাইখুল হাদীস আল্লামা কাজী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফীর উপর হামলা প্রচেষ্ঠার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের কো-চেয়ারম্যান যথাক্রমে অধ্যক্ষ আল্লামা সৈয়দ অসিয়র রহমান আলকাদেরী, মুহাদ্দিস আল্লামা হাফেজ সোলাইমান আনছারী, সিরাজুল আমিন রেজভী, শাইখ আবু সুফিয়ান খান আবেদী আলকাদেরী, স্ট্যান্ডিং কমিটি, প্রেসিডিয়াম সদস্য মন্ডলী ও মহাসচিব সৈয়দ মসিহুদ্দৌলা, নির্বাহী মহাসচিব মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক, সাংগঠনিক সচিব অধ্যক্ষ মুহাম্মদ ঈসমাইল নোমানী, অর্থ সচিব এডভোকেট সৈয়দ মুখতার আহমদ সিদ্দিকী প্রমুখ।

দপ্তর সচিব মুহাম্মদ আবদুল হাকিমের স্বাক্ষরিত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- প্রবীন এ আলেমেদ্বীনের উপর হামলা প্রচেষ্ঠা এজিদী নগ্ন চরিত্রের বহিঃ প্রকাশ। মাহফিল চলাকালে প্রকাশ্যে স্লোগান দিয়ে এ ধরনের কর্মকান্ড দালিলিক প্রমানের বিপরীতে এজিদী চেতনার লালিত কর্ম ও আদর্শের প্রতিচ্ছবি। যারা এ ঘৃণ্য কাজ করেছে তারা কখনো সুন্নীদের বন্ধু হতে পারেনা। তারা দেশ ও জাতির শত্রু। নেতৃবৃন্দ তাঁর উপর উত্তেজিত হয়ে হামলায় এগিয়ে আসার পিছনে দূরভিসন্ধি আছে কিনা তাও খতিয়ে দেখা প্রয়োজন করেন এবং দুস্কৃতকারী সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছেন।

Related Articles

Back to top button
close