ঈদ সাম্য মৈত্রীর প্রতীক এবং ধনী গরীবের সেতুবন্ধন
নিজস্ব প্রতিবেদক

আহলে সুন্নাতের ঈদ পুনর্মিলনী ও প্রীতি সম্মেলনে বক্তারা
হাটহাজারী উপজেলা আহলে সুন্নাতের উদ্যােগ ঈদ পুনর্মিলনী ও প্রীতি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৭ মে) সন্ধ্যায় চট্টগ্রামের হাটহাজারী পৌর সদরের আল-জামান হােটেলে উপজেলা আহলে সুন্নাতের সভাপতি আল্লামা মীর মুহাম্মদ হাসানুল করিম মুনিরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী ও প্রীতি সম্মেলনে প্রধান অতিথি ছিলন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা কাযী মুহাম্মদ মুঈন উদ্দিন আশরাফী।
এ সময় তিনি বলেন, ঈদ সাম্য মৈত্রীর প্রতীক এবং ধনী গরীবের সেতুবন্ধন। তাই এ সুদর ইসলামি সংঙ্গতি যেন শুধুমাত্র বিত্তবানদের একচেটিয়া অধিকার না থাকে সেদিক দৃষ্টি দেয়া সকল ঈমানদারের কর্তব্য। আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ সেই কর্তব্যবােধ থেকেই ঈদের আনদ ভাগাভাগি করেত ঈদ পুনর্মিলনী ও প্রীতি সম্মেলন আয়ােজন করেছেন।
বক্তাগণ বলেন, প্রতিবেশিকে অনাহারী রেখে নিজ পেট ভরে খাবে তা ইসলাম কখনাে সমর্থন করে না। তাই ঈদের আনদ ও যেন শুধুমাত্র ধনীদের কুক্ষীগত না হয়ে সমাজের ধনী গরীব সকলের মুখে হাসি ফাটাতে পারে সেই চেষ্টা যার যার সামর্থ্য অনুসারে চালাতে হবে। বক্তাগণ রমজান মাসের সংযম সাধনার নির্মল আনদ উৎসব যেন কােন অবস্থাতই অশ্লীলতার বন্যায় ভেসে না যায় সেই ব্যাপার সহযােগিতা কামনা করেছেন।
সংগঠনের যুগ্ম সম্পাদক মােহাম্মদ সাকুর মিয়ার সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী ও প্রীতি সম্মেলনের উদ্বােধন করেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের কাে-চেয়ারম্যান মুহাদ্দিস আজম আল্লামা হাফেজ সােলায়মান আনসারী। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াত জমা’আত বাংলাদেশের আন্তর্জাতিক সচিব আল্লামা সৈয়দ জালাল উদ্দীন আল আজাহারী। বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের আইন সচিব অ্যাডভােকট জাহাঙ্গীর আলম চৌধুরী।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-আলহাজ মো. হারুন, অধ্যাপক সৈয়দ গিয়াস উদ্দীন, মো. সেকান্দর হােসন মিয়া, মো. নুরুল ইসলাম, আলহাজ মো. কামাল পাশা চৌধুরী, মাওলানা সৈয়দ আবু তালেব, মাওলানা মো. আব্দুল মালেক ও মাওলানা মো. ছালামত আলী প্রমুখ।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-মাওলানা সৈয়দ মো. হারুনুর রশিদ, উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ নুরুল আমিন, আলহাজ মো. দিদারুল আলম চৌধুরী, অধ্যক্ষ আল্লামা সৈয়দ খােরশিদ আলম, অধ্যক্ষ আবুল বশর সিদ্দিকী, মাওলানা কাজী সৈয়দ আতিক উল্লাহ সিদ্দিকী, মাওলানা শেখ আরিফুর রহমান, মাওলানা মো. ইসহাক আনসারী, মাওলানা কাজী সৈয়দ আবু সাঈদ, মাওলানা ছগির আহমদ, মো. নেজাম উদ্দীন এবং মো. নাছির উদ্দিন রুবল প্রমুখ।