কক্সবাজার উত্তর জেলা আহলে সুন্নাত, ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

গতকাল (বুধবার) চকরিয়া থানা রাস্তার মাথা চত্বরে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার উদ্যোগে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও নবীন জিন্দাল কতৃক নবী পাক (দঃ) এর শানে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

কক্সবাজার জেলা ছাত্রসেনার আহবায়ক এন. এম. মোশারফ আলীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কক্সবাজার উত্তর জেলা আহবায়ক জননেতা অধ্যক্ষ মুহাম্মদ সালাহ উদ্দীন খালেদ, কক্সবাজার উত্তর জেলা যুবসেনার সদস্য সচিব যুবনেতা এম.আব্দুল হাকিম, ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি ছাত্রনেতা খাজা মুহাম্মদ বাকিবিল্লাহ্, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক মাওলানা শুয়াইবুল ইসলাম নুরী,অর্থ সম্পাদক নুরুল হোসাইন সওদাগর।

আরও বক্তব্য রাখেন মাতামুহুরি যুবসেনা সভাপতি মাওলানা মোবাশ্বের হোসেন,সাবেক সদস্য সচিব মাওলানা হাফেজ আইয়ুব, চকরিয়া উপজেলা যুবসেনার অর্থ সম্পাদক আব্দুল করিম, যুবনেতা মুহাম্মদ আলম,যুবনেতা বেলাল উদ্দীন, হাফেজ আবু বকর সিদ্দিকী,নুর মোহাম্মদ, ফরিদুল ইসলাম, চকরিয়া উপজেলা ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক সরওয়ার কামাল ছোটন,স্কুল বিষয়ক সম্পাদক মারুফুল ইসলাম সাইমুন, ছাত্রনেতা মুহাম্মদ ফয়সাল, রিয়াজ উদ্দিন, মুহাম্মদ তারেক, মুহাম্মদ নাইম, মুহাম্মদ তানভীর সহ ইসলামী ফ্রন্ট যুবসেনা ও ছাত্রসেনার জেলা-উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

মানববন্ধন শেষে একটি মিছিল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে থানা রাস্তার মাথা সিস্টেম প্লাজার সামনে যুবনেতা মাওলানা আব্দুল কাদেরের মিলাদ ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

Related Articles

Back to top button
close