করোনায় সতর্কতামূলক এবার ঈদে ঘুরাঘুরি না করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান -আহলে সুন্নাতের

প্রেস বিজ্ঞপ্তি

দেশে করোনা-ভাইরাস ছড়িয়ে পড়ায় দুর্যোগময় মুহূর্তে দেশ-জাতি ও নিজের জীবন রক্ষার্থে আসন্ন ঈদুল ফিতরের সময় অন্যান্য বছরের মতো হৈ-হুল্লোড় বা ঘরাফেরা না করে সতর্ক থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ।

সোমবার (৩ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে করোনা পরিস্থিতির জন্য শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতরের জামাতে অল্প বয়সের নাবালেগ ছেলে, বেশি বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা যেন মসজিদে না আসেন সেদিকে পরিবারের কর্তা, এলাকা ও সমাজের সচেতন নাগরিকদের নজর রাখতেও অনুরোধ জানানো হয়েছে।

আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাজী মোহাম্মদ মঈনুদ্দীন আশরাফী, চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান, শায়খুল হাদিস ও কো-চেয়ারম্যান আল্লামা হাফেজ মোহাম্মদ সোলাইমান আনছারী, আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আল্লামা মুফতি কাজী মুহাম্মদ আব্দুল ওয়াজেদ, উপাধ্যক্ষ আল্লামা ড. মুহাম্মদ লিয়াকত আলী, মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আশরাফুজ্জামান আলকাদেরী, আহলে সুন্নাত ওয়াল জমা’আতের মহাসচিব পীরে তরিকত মাওলানা সৈয়দ মসিহুদ দৌলা, আনজুমান রিচার্স সেন্টারের মহাপরিচালক আল্লামা এমএ মান্নান, আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশের নির্বাহী সচিব উপাধ্যক্ষ মুফতি মাওলানা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক, ঢাকা মুহাম্মদপুর কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসার প্রধান ফকিহ মাওলানা মুহাম্মদ মাহমুদুল হাসান, মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ জসিম উদ্দীন আজহারী, অধ্যক্ষ আল্লামা মোহাম্মদ বদিউল আলম রেজভী, অধ্যাপক মাওলানা মুহাম্মদ জালাল উদ্দিন আজহারী, আহলে সুন্নাত ওয়াল জমা’আতের মুখপাত্র অ্যাডভোকেট মোহাম্মদ মোছাহেব উদ্দিন বখতিয়ার প্রমুখ এ বিবৃতি স্বাক্ষর প্রদান করেন।

Related Articles

Back to top button
close