কুমিল্লার বুড়িচংয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুছ
শাহিনুল ইসলাম (মনির), কুমিল্লা

আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাকশীমূল ইউনিয়ন শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে গতকাল রবিবার বিকেল ৩ টা হতে জশনে জুলুছ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাকশীমূল ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জুলুছটি কালিকাপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে সমাপ্ত হয়।
জুলুস ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাকশীমূল ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা তাজুল ইসলাম ভূইয়া, সহ-সভাপতি মাওলানা মোঃ মমিনুল ইসলাম ক্বাদেরী, সাধারণ সম্পাদক মাওলানা কাজী নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব রেজা ক্বাদেরী, সাবেক সেনা নেতা এবং বুড়িচং উপজেলা ঈদে মিলাদুন্নবী (দ.) কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম হাসান ক্বাদেরী, জননেতা জাহাঙ্গীর আলম জাবির, মাওঃ ইউসুফ রেজা, হাফেজ মোঃ ইসরাফিল, মোঃ সাইদুল হক মিন্টু, শাহজাহান বাশার, সুমন, নাইমুল, এনামুল সহ আরও অনেকে।