দেশের বিত্তবানরা এগিয়ে আসলে সমাজে অভাবী থাকবে না -আহলে সুন্নাত
নিজস্ব প্রতিনিধি

আহলে সুন্নাত ওয়াল জামা’আত ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলার পক্ষ থেকে করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে ক্ষতিগ্রস্থ মানুষের সাহায্যার্থে গঠিত মানবিক সহায়তা তহবিল হতে আজ ৫‘মে (বুধবার) দুপুর ৩টায় মোহাম্মদপুর এলাকায় প্রায় ৩০ জন নারী-পুরুষকে আর্থিক সহযোগিতা প্রদান করে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ।
আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর এর সভাপতি ড. আল্লামা হাফেয মুহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে আর্থিক সহযোগিতা বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব মুফতি আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হক।
এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মাহমুদুল হাসান আলকাদেরী, উত্তরের সহ সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ইকবাল, দক্ষিণের সহ সাধারণ সম্পাদক ড. মাওলানা মুহাম্মদ নাছির উদ্দীন নঈমী, দক্ষিণের দপ্তর সম্পাদক খন্দকার মুহাম্মদ মোবারক হোসাইন প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ বলেন- বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রভাবে স্থবির পুরো বিশ্ব। চারিদিকে মৃত্যুর মিছিল, বেড়েছে মানুষের হাহাকার। কেউ বেঁচে থাকার জন্য খুঁজছে আশ্রয় আবার কেউ খুঁজছে সাহায্য। কারণ এই মহামারী মানুষকে গৃহবন্দী করেছে। কর্মব্যস্ত মানুষকে করেছে বেকার। খেটে খাওয়া মানুষকে করেছে সহায় সম্বলহীন। দিন-মজুরকে করেছে অসহায়। নিম্ন আয়ের মানুষ পড়েছে বেকায়দায়। দেশের বিত্তবানরা এগিয়ে আসলে সমাজে অভাবী থাকেনা। সামর্থ্যবান লোকদের দায়িত্ব এখানে অনেক বেশি তাই সময় হয়েছে অসহায় ও ক্ষতিগ্রস্থ মানুষের সাহায্যার্থে অতীতের মত এবারও মানবিক দৃষ্টিকোন থেকে এগিয়ে এসেছে মানবতার পাশে আহলে সুন্নাত ওয়াল জামা’আত। নেতৃবৃন্দ গরীব-অসহায়ের মাঝে আর্থিক সাহায্য চলমান বলেও জানান।