ফটিকছড়ি আহলে সুন্নাত দক্ষিণের ফিলিস্তিনে ইসরাইলদের বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন
সাব্বির হোসেন, ফটিকছড়ি

ফটিকছড়ি দক্ষিণ আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ’র উদ্যোগে আল্লামা হাফেজ মুহিউদ্দীন আলক্বাদেরীর সঞ্চালনায় ও আল্লামা জসিম উদ্দিন আবেদী’র সভাপতিত্বে গতকাল রবিবার (২৩মে) বিকাল আসরের নামাজের পর আজাদী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা আহলে সুন্নাতের সাধারণ সম্পাদক আল্লামা মুফতি জসীম উদ্দিন আলক্বাদেরী। বক্তব্য রাখেন,আহলে সুন্নাত ওয়াল জামায়াত সমন্বয় কমিটি ফটিকছড়ি দক্ষিন উপজেলা ‘র প্রধান সমন্বয়ক আলহাজ আবু আহমদ সওদাগর ।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট উত্তর জেলা সাংগঠনিক সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, গাউছিয়া কমিটি বাংলাদেশ ফটিকছড়ি দক্ষিন উপজেলার সভাপতি আল্লামা সরওয়ার আলম আলক্বাদেরী, সাধারণ সম্পাদক আল্লামা নঈমুল হক নঈমী। যুব সেনা’র সাবেক সভাপতি যুব নেতা হোসেন উদ্দিন।
আরো বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট নেতা মুহাম্মদ শাহ জালাল,মোতালেব পারভেজ,যুব নেতা ফয়েজ আহমদ ও ছাত্র নেতা এরশাদ চৌধুরী ।
এতে আরো উপস্থিত ছিলেন, মাওলানা হারুনুর রশীদ, হাফেজ আব্দুর রহমান, মাওলানা জয়নুল আবেদীন,মাওলানা কুতুব উদ্দিন,মাওলানা শহিদুল্লাহ,মাওলানা আকবর সহ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,যুব সেনা ছাত্র সেনার উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্তিত্ব ছিলেন।
মানববন্ধনে বক্তরা বলেন, ফিলিস্তিনে ইসরাইলের ইহুদি গোষ্ঠি মুসলমানদের উপর অমানবিক নির্যাতনের স্ট্রিম রুলার চালাচ্ছে। শিশু ও মহিলা পর্যন্ত বাদ যাচ্ছেনা তাদের অত্যাচারের রোষানল থেকে। এমন বর্বর হামলার পরও বিশ্বসম্প্রদায় নিরব দর্শকের ভূমিকা পালন করছে। ইসরাঈলীদের অত্যাচারে ফিলিস্তিনিরা আজ নিজ দেশে নিজেরাই আশ্রিতার মত আছে। আমরা বিশ্বসংস্থা গুলোর প্রতি এই সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানাচ্ছি।