ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে আহলে সুন্নাত চট্টগ্রাম মহানগর
নিজস্ব প্রতিবেদক

আজ ১৩ মে (বৃহস্পতিবার) বিকাল ২.৩০ ঘটিকায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আল আকসা মসজিদে নামাজরত মুসল্লির উপর ইসরায়েলের বর্বর হামলা ও গাজায় হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন করেছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ চট্টগ্রাম মহানগর।
মানববন্ধনে বক্তব্য রাখেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কেন্দ্রীয় নেতা স.উ.ম আব্দুস সামাদ, এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, মাওলানা নুর মুহাম্মদ আল ক্বাদেরী, ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সভাপতি মুহাম্মদ মারুফ রেজা, মাওলানা হাসান আজহারী প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ, ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার নেতৃবৃন্দ।