ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাত করেছে আহলে সুন্নাতের নেতৃবৃন্দ

নিজস্ব প্রতিবেদক

ফিলিস্তিনে ইসরায়েল বাহিনী কর্তৃক অবৈধ দখলদারীত্ব ও হত্যাযজ্ঞ বন্ধে জাতিসংঘের কার্যকর পদক্ষেপ ও পাঁচ দফা দাবিতে ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো বরাবর স্মারকলিপি প্রদান শেষে আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ এর নির্বাহী মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক এর নেতৃত্বে একটি প্রতিনিধি দলটি আজ ১৭’মে (সোমবার) দুপুরে বারীধারাস্থ ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের মান্যবর রাষ্ট্রদূত ইউসুফ এস.ওয়াই. রামাদ্বানের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়।

আলোচনাকালে মান্যবর রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের জনগণ বিশেষত সুন্নী জনতার ভালোবাসা ও সমর্থনই নিপীড়িত ফিলিস্তিনীদের জন্য বড় পাওয়া। আগামীতে কোন সহযোগিতা প্রয়োজন হলে তিনি আহলে সুন্নাত নেতৃবৃন্দের শরণাপন্ন হবে।

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুজাফ্ফর আহমদ, আলহাজ্ব মোহাম্মদ ইকবাল, মুহাম্মদ আনিসুর রহমান, বিভাগীয় সাংগঠনিক সচিব ড. মুহাম্মদ মাওলানা নাছির উদ্দীন, ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইমরান হুসাইন তুষার, নিবরাজ জামান পাভেল প্রমুখ।

Related Articles

Back to top button
close