ফিলিস্তিন ইস্যুতে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির নিকট আহলে সুন্নাতের স্মারকলিপি
নিজস্ব প্রতিবেদক

ফিলিস্তিনে ইসরাঈল বাহিনী কর্তৃক অবৈধ দখলদারীত্ব ও হত্যাযজ্ঞ বন্ধে জাতিসংঘের কার্যকর পদক্ষেপ ও পাঁচ দফা দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ এর নির্বাহী মহাসচিব আল্লামা মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ ১৭’মে (সোমবার) সকাল ১১টায় ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো বরাবর স্মারকলিপি প্রদান করেন আহলে সুন্নাত নেতৃবৃন্দ।
এসময় আরো উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুজাফ্ফর আহমদ, আলহাজ্ব মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ আনিসুর রহমান, বিভাগীয় সাংগঠনিক সচিব ড. মাওলানা নাছির উদ্দীন, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা সোলাইমান খান রাব্বানী, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আহমদ রেজা ফারুকী, ছাত্রনেতা ইমরান হুসাইন তুষার, নির্বরাজ জামান পাভেল প্রমুখ।