ফিলিস্তিন ইস্যুতে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে- আহলে সুন্নাত রাঙ্গামাটি
জাহেদুল ইসলাম, রাঙ্গামাটি

ফিলিস্তিনে মসজিদুল আকসাকে কেন্দ্র করে নামাজরত ফিলিস্তিনি মুসলমানদের উপর হামলার প্রতিবাদে আজ ১৩ মে (বৃহস্পতিবার) রাঙ্গামাটিতে আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় কমিটির ব্যবস্থাপনায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় ইব্রাহীম জাবেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামা’আত সমন্বয় কমিটি রাঙ্গামাটি জেলা শাখার সদস্য সচিব ও মানববন্ধন কর্মসূচির সভাপতি এম এ মোস্তফা হেজাজী, বনরুপা জামে মসজিদ এর পেশ ইমাম ও খতিব আলহাজ্ব ক্বারী সুলতান মাহমুদ আল কাদেরী, কাঠালতলী জামে মসজিদের খতিব সেকান্দার হুসাইন আল কাদেরী, গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখার সদস্য সচিব আবু সৈয়দ।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, অধ্যক্ষ আখতার হোসেন চৌধুরী, আজম খানঁ, কামাল উদ্দীন, শহিদ, তারেক আজিজ, হারুন প্রমুখ।
এ সময় বক্তারা এ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, অনতিবিলম্বে জাতিসংঘকে এ বিষয়ে খতিয়ে দেখে দোষীদের বিচারের আওতায় আনতে হবে। এবং বিশ্বের প্রতিটি মুসলিম দেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদের এক হওয়ার আহ্বান জানানো হয়।