মহেশখালী মাতারবাড়ীতে মানববন্ধন করেছে আহলে সুন্নাত ওয়াল জামা’আত

নিজস্ব প্রতিবেদক

গতকাল শুক্রবার (২১ মে) বাদে জুমা স্থানীয় পুরান বাজার ভূমি অফিসের সামনে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের নৃশংস হত্যার প্রতিবাদে মহেশখালীর মাতারবাড়ীতে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, যুবসেনা, ইসলামী ফ্রন্ট, গাউসিয়া কমিটি মাতারবাড়ী ইউনিয়ন শাখার যৌথ উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত।

এ সময় ইহুদীবাদী ইসরাইলীদের বর্বরোচিত হামলায় ফিলিস্তিনে মুসলমান হত্যা, অগ্নিকান্ড ও নির্বিচারে মানুষ হত্যার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধনে অবিলম্বে এ হামলা বন্ধের দাবি জানানো হয়।

আহলে সুন্নাত ওয়াল জামাত মাতারবাড়ী ইউনিয়ন শাখার আহব্বায়ক মৌলানা কুতুব উদ্দীন আল কাদেরীর সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন ইসলামী ফ্রন্ট মহেশখালী উপজেলা উত্তর শাখার সাধারণ সম্পাদক মৌলানা আব্দুল মন্নান জিহাদী, তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া বালিকা দাখিল মাদ্রাসা ভারপ্রাপ্ত সুপার ফারুক আজম, গাউছিয়া কমিটি মাতারবাড়ী ইউনিয়ন শাখার আহব্বায়ক ডাঃ মীর কাসেম, আব্দুল মন্নান ফারুকী, মৌলানা মোহাব্বত আলী আল কাদেরী, গাউছিয়া কমিটি মহেশখালী উপজেলা সাধারণ সম্পাদক মাস্টার রুহুল আমিন বিএবিএড, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এনামুল হক চৌধুরী রুহুল এবং মৌলানা কুতুব উদ্দীন আল কাদেরী সহ প্রমুখ।

এতে অনান্যদের মধ্যে উপস্থিত ছিল মাতারবাড়ীর প্রত্যেক এলাকা থেকে আগত মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লী, গাউছিয়া কমিটি, আহলে সুন্নাত ওয়াল জামাত, ছাত্রসেনা, যুবসেনাসহ অসংখ্য ইসলামিক সংগঠনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ফিলিস্তিনের উপর, মুসলমানদের উপর ইসরায়েলের হামলা এবারই প্রথম নয়, তারা যখনই সুযোগ পেয়েছে হামলা-গণহত্যা করেছে। এবার তারা এমন এক সময় তারা গণহত্যা চালাচ্ছে, যখন সারা বিশ্ব করোনায় বিপর্যস্ত। ইসরায়েলের এই নারকীয় বর্বরোচিত গণহত্যা, শিশু হত্যা, নারী হত্যার তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

মানবতার বিরুদ্ধে অপরাধ করে ইতোমধ্যে ইসরায়েল একটি শত্রু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সারা বিশ্বের মানুষ ফিলিস্তিনের নির্যাতিত- নিপীড়িত মানুষের পাশে দাঁড়াচ্ছে। কিন্তু কিছু কিছু দেশের রাষ্ট্রপ্রধান ইসরায়েলের পক্ষে সাফাই গাচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীসহ যারা গণহত্যার পক্ষ নিয়েছে তাদের সবার প্রতি নিন্দা জানাচ্ছি।

Related Articles

Back to top button
close