রাঙ্গামাটির বাঘাইছড়িতে বদর দিবস উপলক্ষ্যে ইফতার সামগ্রী বিতরণ

রাঙামাটি প্রতিনিধি

গতকাল ১৬ রমজান ঐতিহাসিক বদর দিবস স্মরণে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ বাঘাইছড়ি উপজেলা শাখার ব্যবস্থাপনায় ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী বাঘাইছড়িস্থ বটতলী স্পোর্টিং ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়৷

আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব হাফেজ কাউছার উদ্দিন নুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ আব্দুল কাদের নাতে রাসুল পরিবেশন করেন শায়ের মোঃ আনোয়ার হোসেন রেজা এতে প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খাঁন।

বিশেষ অতিথি ছিলেন, বাঘাইছড়ি পৌরসভার সাবেক প্যানেল মেয়র হাজী আবদুশ শুক্কুর মিয়া, পৌর ৭নং ওয়ার্ড কাউন্সিল’র জনাব পারভেজ আলী, গাউসিয়া কমিটি বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জাবেদুল আলম। এসময় আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙ্গামাটি জেলা সভাপতি শাহজাদা সৈয়দ মুহাম্মদ আবদুল বারী,উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাআতের সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ নুরুল ইসলাম আলকাদেরীসহ আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ বাঘাইছড়ি উপজেলা শাখার নেতৃত্ব উপস্থিত ছিলেন।

পরিশেষে নিম্ন আয়ের ৯০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

Related Articles

Back to top button
close