রাবেত্বায়ে উলামায়ে আহলে সুন্নাত প্রশিক্ষণ কর্মশালা ও ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন
প্রেস বিজ্ঞপ্তি

ওয়ায়েজ আলেমদের সংগঠন রাবেত্বায়ে উলামায়ে আহলে সুন্নাত বাংলাদেশের ত্রি-বার্ষিক কাউন্সিল ও প্রশিক্ষণ কর্মশালা সংগঠনের চেয়ারম্যান মুফতি আবুল হাসান মুহাম্মদ ওমায়ের রজভীর সভাপতিত্বে এবং মহাসচিব মাওলানা ইকবাল হোসাইন আলকাদেরীর সঞ্চালনায় জামেয়া সংলগ্ন হেলালী টাওয়ারে গত ৩ এপ্রিল (শনিবার) অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান শায়খুল হাদিস আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী। উদ্বোধক ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের মুখপাত্র এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। প্রধান প্রশিক্ষক ছিলেন, জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মাদ অছিয়র রহমান আলকাদেরী। প্রধান বক্তা ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ কেন্দ্রীয় স্ট্যান্ডিং কমিটির সদস্য বুদ্ধিজীবী অধ্যক্ষ স.উ.ম আবদুস সামাদ। বিশেষ অতিথি ছিলেন, মাওলানা করিম উদ্দিন নূরী, মাওলানা শামসুল আলম হেলালী, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ আনোয়ারী, মাওলানা আব্দুন নবী আলকাদেরী, মাওলানা ইউসুফ আলকাদেরী।
বক্তব্য রাখেন, মাওলানা সেকান্দর হোসাইন আলকাদেরী, মাওলানা আসরারুল হক আলকাদেরী, মাওলানা জিল্লুর রহমান হাবিবি, মাওলানা ওয়াহিদুর রহমান আলকাদেরী, গাজী মাওলানা মঈনুদ্দিন রজভী, মাওলানা সাঈদ কাজেমী, মাওলানা ইমরান হাসান আলকাদেরী, মাওলানা আবুল কাশেম তাহেরী, মাওলানা মুখতার আহমেদ রজভী, মাওলানা শওকত রজভী, মাওলানা তারেকুল ইসলাম আলকাদেরী, মাওলানা সোহাইল আনসারী, মাওলানা গিয়াস উদ্দিন আলকাদেরী, মাওলানা নুরুল্লাহ রায়হান খান, হাফেজ গোলাম কিবরিয়া আলকাদেরী, মাওলানা খায়রুল আমিন চিশতি, মাওলানা এমদাদুল ইসলাম আলকাদেরী, নূর মুহাম্মদ আলকাদেরী, মাওলানা রাশেদুল ইসলাম আলকাদেরী, মাওলানা সাইফুল ইসলাম নেজামী, রায়হানুল ইসলাম আলকাদেরী, মাওলানা সালামত রেজা, গাজী মুজিবুর রহমান আলকাদেরী, মাওলানা ওমর ফারুক নঈমী, মাওলানা আবুল হাশেম, মাওলানা দিদারুল ইসলাম আলকাদেরী, মাওলানা আব্দুর রহমান পটুয়াখালী, মাওলানা মুনির রজভী, মাওলানা শরফুদ্দিন আকবরী, মাওলানা মঈনুদ্দিন কাদেরী, মাওলানা ইয়ার মুহাম্মদ রজভী, মাওলানা ইমরান সিকদার আলকাদেরী, প্রমুখ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মাওলানা সেকান্দর হোসাইন আলকাদেরীকে চেয়ারম্যান, মাওলানা ইকবাল হোসাইন আলকাদেরীকে মহাসচিব, মাওলানা মুখতার আহমেদ রজভীকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে আগামী তিন বছরের জন্য একটি শক্তিশালী কমিটি ঘোষণা করেন আহলে সুন্নাতের কেন্দ্রীয় চেয়ারম্যান আল্লামা আশরাফী। অনুষ্ঠানে ওয়াজ পর্যবেক্ষণ পরিষদও গঠিত হয়। উপাধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ আনোয়ারী প্রধান পর্যবেক্ষক ও আবুল হাসান ওমায়ের রজভী পর্যবেক্ষক সচিব নির্বাচিত হন।